অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে দিনাজপুর বন্ধুসভার বন্ধু বিশ্বজিৎ দাসের নতুন গ্রন্থ ‘প্রিয়তমেষু’। বইটি প্রকাশ করেছে সময় প্রকাশন। মুদ্রিত মূল্য ২৪০ টাকা।
বইটি নিয়ে লেখক জানান, এটি একটি সায়েন্স ফিকশন সংকলন। কয়েকটি সায়েন্স ফিকশন রয়েছে। প্রচ্ছদ করেছেন মেধা রোশনান সারওয়ার।
বন্ধু বিশ্বজিৎ দাস তাঁর গ্রন্থ ‘প্রিয়তমেষু’ নিয়ে ২১ ফেব্রুয়ারি উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার ‘বন্ধুর বই’ লাইভ অনুষ্ঠানে। স্মার্টফোন ব্র্যান্ড অনারের সহযোগিতায় অমর একুশে বইমেলা থেকে লাইভটি বন্ধুসভার ফেসবুক পেজে সম্প্রচারিত হয়। সঞ্চালনায় ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের বন্ধু সাইমুম মৌসুমী বৃষ্টি।
একনজরে
বই: প্রিয়তমেষু
লেখক: বিশ্বজিৎ দাস
প্রকাশনী: সময় প্রকাশন
মূল্য: ২৪০ টাকা