অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে রংপুর বন্ধুসভার বন্ধু শামসুজ্জামান সোহাগের শিশুসাহিত্য ‘চিড়িয়াখানায় শায়ান’। প্রকাশ করেছে পাতা প্রকাশ প্রকাশনী। বইটির মুদ্রিত মূল্য ১৩৫ টাকা।
বইটি নিয়ে শামসুজ্জামান সোহাগ বলেন, চিড়িয়াখানায় প্রথম দর্শন নিয়ে গল্প। একটা শিশু তার বাবার সঙ্গে চিড়িয়াখানায় যায়। সেখানে পশুপাখিদের সঙ্গে গল্প করে বিভিন্ন বিষয় নিয়ে। শিশুটির নানা প্রশ্নের মুখে তার বাবা। একপর্যায়ে বাবা সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে। কিন্তু শিশুটির একটা প্রশ্নের উত্তর অজানা থেকে যায়। সেই প্রশ্নটি হলো, পশুপাখিগুলো খাঁচার ভেতর কেন?
বন্ধু শামসুজ্জামান সোহাগ তাঁর গ্রন্থ ‘চিড়িয়াখানায় শায়ান’ নিয়ে ২১ ফেব্রুয়ারি উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার ‘বন্ধুর বই’ লাইভ অনুষ্ঠানে। স্মার্টফোন ব্র্যান্ড অনারের সহযোগিতায় অমর একুশে বইমেলা থেকে লাইভটি বন্ধুসভার ফেসবুক পেজে সম্প্রচারিত হয়েছে। সঞ্চালনায় ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের বন্ধু সাইমুম মৌসুমী বৃষ্টি।
একনজরে
বই: চিড়িয়াখানায় শায়ান
লেখক: শামসুজ্জামান সোহাগ
ধরন: শিশুসাহিত্য
প্রকাশনী: পাতা প্রকাশ
মূল্য: ১৩৫ টাকা