রংপুর বন্ধুসভার ভাঁজপত্র ‘বুলি’র মোড়ক উন্মোচন

রংপুর বন্ধুসভার ভাঁজপত্র ‘বুলি’র মোড়ক উন্মোচনছবি: বন্ধুসভা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রংপুর টাউন হল শহীদ মিনারে হাজারো মানুষের উপস্থিতিতে ভাঁজপত্র ‘বুলি’র মোড়ক উন্মোচন করেছে রংপুর বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় ভাষাশহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের পর বিশেষ এই ম্যাগাজিনের মোড়ক উন্মোচিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন তিস্তা ইউনিভার্সিটির চেয়ারম্যান আশরাফুল আলম আল আমিন, অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের সভাপতি রানা মাসুদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উমর ফারুক, বন্ধুসভার উপদেষ্টা বিশিষ্ট সংগীতশিল্পী রণজিৎ কুমার, শিক্ষক মাহমুদা আক্তার মিলা ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আরিফুল হক রুজু।

বুলি সম্পাদক ও রংপুর বন্ধুসভার ম্যাগাজিন সম্পাদক সোহাগ কুমার দাস বলেন, ‘লেখালেখির মাধ্যমে শুদ্ধ ও সৃষ্টিশীল ভাষা চর্চা এবং তা প্রকাশে বন্ধুদের উৎসাহিত করার প্রয়াসে মূলত বুলির আয়োজন।’

সৃষ্টিশীল সাহিত্যচর্চা ভাষাকে সমৃদ্ধ করে উল্লেখ করে উপস্থিত অতিথিরা বলেন, ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের এক উৎকৃষ্ট পন্থা এই বুলির প্রকাশ। বন্ধুরা এই কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

এবারের সংখ্যায় অনেক নতুন লেখকেরা প্রথমবারের মতো লেখা দিয়েছেন। এ বিষয়ে উপদেষ্টা আরিফুল হক রুজু বলেন, বুলিতে প্রথম লেখা প্রকাশ যেন তাদের লেখক সত্ত্বার বুলি ফোটা। চিত্রশিল্পী আখতারুজ্জামান মাহবুবের দৃষ্টিনন্দন চার রঙের প্রচ্ছদ অলংকরণে বন্ধুদের প্রকাশিত লেখাগুলো নান্দনিক মাত্রা পেয়েছে।

পরে শহীদ মিনারে অবস্থানরত অনেক জ্ঞানীগুণীদের মধ্যে বুলির সৌজন্যসংখ্যা বিতরণ করা হয়। তাঁরা তা সাদরে গ্রহণ করেন। এ ছাড়াও মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন রংপুর বন্ধুসভার সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সংগীতা দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ কবির, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সোহাগ, বন্ধু সাইদুর জামানসহ অন্য বন্ধুরা।

সাংগঠনিক সম্পাদক, রংপুর বন্ধুসভা