বইমেলায় বন্ধু নুরুন্নাহার ডলির কাব্যগ্রন্থ ‘বসন্ত বন’

নুরুন্নাহার ডলির কাব্যগ্রন্থ ‘বসন্ত বন’

চট্টগ্রাম বন্ধুসভার বন্ধু নুরুন্নাহার ডলি। এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর নতুন কাব্যগ্রন্থ ‘বসন্ত বন’। বইটি প্রকাশ করেছে চয়ন প্রকাশন। পাওয়া যাচ্ছে প্রকাশনা সংস্থাটির স্টলে। মুদ্রিত মূল্য ২২০ টাকা। প্রচ্ছদ করেছেন নাদীয়া ফেরদৌস নদী।

কবির জীবনবোধ থেকে রচিত কবিতার বই এটি। জীবন থেকে প্রাপ্ত সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, প্রেম, ভালোবাসা, হতাশা, প্রাপ্তি—সব কিছুর কাব্যিক কথামালা। তিন ফর্মার এই বইটিতে ৪২টি কবিতা আছে।

বন্ধু নুরুন্নাহার ডলি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্ধুসভার সঙ্গে যুক্ত আছেন। ২০০৬-০৭ সালে কার্যনির্বাহী সদস্য, ২০০৮-০৯ পাঠাগার ও পাঠচক্র সম্পাদক এবং ২০১০-১১ সালে চট্টগ্রাম বন্ধুসভার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

একনজরে
বই: বসন্ত বন
লেখক: নুরুন্নাহার ডলি
ধরন: কাব্যগ্রন্থ
প্রকাশনী: চয়ন প্রকাশন
প্রচ্ছদ: নাদীয়া ফেরদৌস নদী
মূল্য: ২২০ টাকা