অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে চট্টগ্রাম বন্ধুসভার ম্যাগাজিন সম্পাদক কামরান চৌধুরীর দ্বিতীয় গল্পগ্রন্থ ‘কমলা রোদ্দুর’। এটি তাঁর লেখা চতুর্থ বই। প্রকাশ করেছে অন্ত্যমিল প্রকাশনী।
বইটি সম্পর্কে লেখক বলেন, ‘“কমলা রোদ্দুর” একটি সামাজিক গল্পগ্রন্থ। এই গল্পের মাধ্যমে আমি সমাজকে একটি শিক্ষণীয় বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এই সমাজে একজন প্রতিবন্ধীর কেমন গ্রহণযোগ্যতা আছে, প্রতিবন্ধীদের প্রতি দূর থেকে তাঁদের কেমন দৃষ্টিভঙ্গি রয়েছে, সেটি একটি প্রধান চরিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে।’
এ ছাড়া বইটিতে মুক্তিযুদ্ধ, ভালোবাসা, সামাজিকতা, রম্যসহ আরও বেশ কিছু গল্প অন্তর্ভুক্ত করা হয়েছে; যা পাঠককে মুগ্ধ করবে বলে আশা করা হচ্ছে।
কামরান চৌধুরীর ইতিপূর্বে অমর একুশে বইমেলায় আরও তিনটি বই প্রকাশিত হয়েছিল। ‘কাব্যের নিশাচর’, ‘নিথর ইস্টিশন’ ও ‘অখ্যায়িকা’ এগুলো তাঁর রচিত বই। বইটির বর্তমান মূল্য ২২০ টাকা। বইমেলার বাইরেও বইটি পাওয়া যাচ্ছে অনলাইন বুকশপ রকমারী ডট কম, বইফেরী ও অন্ত্যমিল প্রকাশনীর ফেসবুক পেজে।