বন্ধু নিরব সাগরের কবিতার বই ‘নিঃশব্দের কিছু শব্দ’

নিরব সাগরের কবিতার বই ‘নিঃশব্দের কিছু শব্দ’

প্রত্যেক মানুষের জীবন অনেক ঘটনার মধ্য দিয়ে বেড়ে ওঠে। এসব ঘটনা জীবনের ওপর ব্যাপক প্রভাব ফেলে। ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া নানা ঘটনার উপলব্ধি থেকে তিল তিল করে কিছু লেখা জমা হয় ডায়েরির পাতায়। সেখানে জমে থাকা প্রেম, বিরহ, আত্মদর্শন, পরিবেশ, সমাজ, রাষ্ট্রীয় ব্যবস্থার ওপর ভিত্তি করে রচিত হয়েছে কাব্যগ্রন্থ ‘নিঃশব্দের কিছু শব্দ’।

বইটি লিখেছেন জয়পুরহাট বন্ধুসভার বন্ধু এম আর নিরব সাগর। প্রকাশ করেছে নব সাহিত্য প্রকাশনী। পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায় নব সাহিত্য প্রকাশনীর স্টলে। মুদ্রিত মূল্য ২০০ টাকা।

বইটি সম্পর্কে লেখক বলেন, এ বইয়ে একজন পাঠক প্রেমের কবিতা পড়তে পারবেন, আবার বিরহের কবিতাও পড়তে পারবেন। সামাজিক, রাষ্ট্রীয় ব্যবস্থার ওপর বেশ কিছু লেখা পড়তে পারবেন। আশা করছি, একজন পাঠক বইটি পড়ে তাঁর মনের চাহিদা মেটাতে পারবেন।

একনজরে
বই: নিঃশব্দের কিছু শব্দ
লেখক: এম আর নিরব সাগর
ধরন: কাব্যগ্রন্থ
প্রকাশনী: নব সাহিত্য প্রকাশনী
মূল্য: ২০০ টাকা