লিটল ম্যাগ ‘কিংশুক’–এর দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন

‘কিংশুক’–এর দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচনছবি: বন্ধুসভা

জামালপুর বন্ধুসভার লিটল ম্যাগ বা ভাঁজপত্র প্রকাশনা ‘কিংশুক’। ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এটির দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।

বেলা সাড়ে তিনটার দিকে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে ‘কিংশুক’–এর মোড়ক উন্মোচন করেন বন্ধুরা। এ সময় উপস্থিত বন্ধুদের একটি করে ভাঁজপত্র উপহার দেওয়া হয়। সবাই একটি করে গল্প পড়ে ও কবিতা আবৃত্তি করে শোনান। পাশাপাশি ভাঁজপত্র নিয়ে নিজেদের মতামতও তুলে ধরেন।

উপস্থিত ছিলেন জামালপুর বন্ধুসভার উপদেষ্টা নাজমুল হাসান, মহসিন কাকন, সাবেক সভাপতি মোহাইমিনুল ইসলাম, বর্তমান সভাপতি সিফাত আবদুল্লাহ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সেকান্দার আলম, সহসাংগঠনিক সম্পাদক জাকারিয়া, প্রশিক্ষণ সম্পাদক আসাদুজ্জামান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক তাহমিদ সাইফুল্লাহ, বইমেলা সম্পাদক রুবেল হাসানসহ অন্যান্য বন্ধুরা।

দুর্যোগ ও ত্রাণ সম্পাদক, জামালপুর বন্ধুসভা