সেরার স্বীকৃতি পেল যারা

১১ নভেম্বর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সারা দেশের অন্তত ৫৫টি বন্ধুসভার চার শতাধিক বন্ধু ও সুহৃদ জড়ো হন; ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সঙ্গে দুর্নীতিবিরোধী শপথ আর নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় নিয়ে উদ্‌যাপন করে তরুণোদয়ের ২৬! এ আয়োজনে বৃক্ষরোপণ ও সহমর্মিতার ঈদ কার্যক্রমে সারা দেশের সেরা ২০টি বন্ধুসভাকে দেওয়া হয় সম্মাননা। আরও ১০টি বন্ধুসভাকে দেওয়া হয় সেরাদের সেরা স্বীকৃতি। প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে ভালো কাজের প্রতিযোগিতায় তিনটি বন্ধুসভাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। নানা আয়োজন আর গুরুজনের পরামর্শে দেশের জন্য নিজেকে উৎসর্গ করার প্রত্যয় নিয়ে শেষ হয় আয়োজন।

১ / ২৪
বর্ষসেরা, সহমর্মিতার ঈদ, বৃক্ষরোপণ ও একটি ভালো কাজ—সর্বাধিক চার ক্যাটাগরিতে সেরার স্বীকৃতি পেয়েছে ঠাকুরগাঁও বন্ধুসভা
ছবি: আব্দুল ইলা
২ / ২৪
বর্ষসেরা, বৃক্ষরোপণ ও একটি ভালো কাজ—দ্বিতীয় সর্বোচ্চ তিন ক্যাটাগরিতে সিলেট বন্ধুসভা পেয়েছে সেরার স্বীকৃতি
ছবি: আব্দুল ইলা
৩ / ২৪
বৃক্ষরোপণ ও সহমর্মিতার ঈদ—দুই ক্যাটাগরিতে সেরার স্বীকৃতি পেয়েছে দিনাজপুর বন্ধুসভা
ছবি: আব্দুল ইলা
৪ / ২৪
বর্ষসেরা ও সহমর্মিতার ঈদ—দুই ক্যাটাগরিতে সেরার স্বীকৃতি পেয়েছে নোয়াখালী বন্ধুসভা
ছবি: দীপু মালাকার
৫ / ২৪
বর্ষসেরা ও বৃক্ষরোপণ—দুই ক্যাটাগরিতে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা পেল সেরার স্বীকৃতি
ছবি: আব্দুল ইলা
৬ / ২৪
বৃক্ষরোপণ ও সহমর্মিতার ঈদ—দুই ক্যাটাগরিতে চট্টগ্রাম বন্ধুসভা সেরার স্বীকৃতি পায়
ছবি: আব্দুল ইলা
৭ / ২৪
জাতীয় পরিচালনা পর্ষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিব হাসান অর্জন করেছেন ‘সেরা বন্ধু ২০২৪’ সম্মাননা
ছবি: আব্দুল ইলা
৮ / ২৪
‘একটি ভালো কাজ’ ক্যাটাগরিতে সেরার স্বীকৃতি পায় নওগাঁ বন্ধুসভা
ছবি: আব্দুল ইলা
৯ / ২৪
বৃক্ষরোপণে সেরা দশের অন্যতম পাবনা বন্ধুসভা
ছবি: আব্দুল ইলা
১০ / ২৪
খুলনা বন্ধুসভা জায়গা করে নিল বৃক্ষরোপণে সেরা দশে
ছবি: আব্দুল ইলা
১১ / ২৪
বৃক্ষরোপণের সেরা দশে কসবা বন্ধুসভাও জায়গা করে নিয়েছে
ছবি: আব্দুল ইলা
১২ / ২৪
গাইবান্ধা বন্ধুসভা পেয়েছে বৃক্ষরোপণে সেরা দশের সম্মাননা
ছবি: আব্দুল ইলা
১৩ / ২৪
বৃক্ষরোপণে সেরা দশের অন্যতম টাঙ্গাইল বন্ধুসভা
ছবি: আব্দুল ইলা
১৪ / ২৪
গোয়ালন্দ বন্ধুসভার অর্জন সহমর্মিতার ঈদে সেরা দশের অন্যতম হওয়া
ছবি: আব্দুল ইলা
১৫ / ২৪
সহমর্মিতার ঈদ ক্যাটাগরিতে ফেনী বন্ধুসভা পেল সেরার স্বীকৃতি
ছবি: আব্দুল ইলা
১৬ / ২৪
সহমর্মিতার ঈদে সেরা দশের অন্যতম ভৈরব বন্ধুসভা। পাশাপাশি বছরব্যাপী কাজের ভিত্তিতে তাদের বিশেষ সম্মাননা দেওয়া হয়
ছবি: আব্দুল ইলা
১৭ / ২৪
বর্ষসেরা ও সহমর্মিতার ঈদ—দুই ক্যাটাগরিতে সেরার স্বীকৃতি পেয়েছে জামালপুর বন্ধুসভা
ছবি: আব্দুল ইলা
১৮ / ২৪
ড্যাফোডিল বন্ধুসভা জায়গা করে নিয়েছে সহমর্মিতার ঈদে সেরা দশের তালিকায়
ছবি: আব্দুল ইলা
১৯ / ২৪
সহমর্মিতার ঈদে সেরা দশের অন্যতম রংপুর বন্ধুসভা
ছবি: আব্দুল ইলা
২০ / ২৪
প্রথমবারের মতো বর্ষসেরা দশে জায়গা করে নিল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভা
ছবি: আব্দুল ইলা
২১ / ২৪
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভাও প্রথমবারের মতো বর্ষসেরা দশে জায়গা করে নিয়েছে
ছবি: আব্দুল ইলা
২২ / ২৪
বর্ষসেরা দশের অন্যতম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
ছবি: আব্দুল ইলা
২৩ / ২৪
বর্ষসেরা দশের অন্যতম ঝিনাইদহ বন্ধুসভা
ছবি: আব্দুল ইলা
২৪ / ২৪
বর্ষসেরা দশের অন্যতম রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
ছবি: আব্দুল ইলা