ছবি
লেখক বন্ধু উৎসব ২০২৫
সারা দেশের বন্ধুসভার অসংখ্য বন্ধু নিয়মিত লেখালেখি করেন। এই লেখক বন্ধুদের লেখার মান উন্নয়ন এবং লেখালেখিতে আরও উৎসাহিত করতে দ্বিতীয়বারের মতো লেখক বন্ধু উৎসবের আয়োজন করেছে বন্ধুসভা জাতীয় পর্ষদ। ১১ জুলাই রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে এই উৎসব চলে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। উৎসবে ‘লেখক বন্ধু পুরস্কার’ দেওয়া হয়। এ বছর পুরস্কার পেয়েছেন পাঁচজন বন্ধু। তাঁরা হলেন নূরে জান্নাত, রাসেল রাজ, রশীদ এনাম, সৌরভ আহমেদ ও নাহিদ হোসাইন। পুরস্কার হিসেবে তাঁদের হাতে স্মারক, সনদ ও বই তুলে দেওয়া হয়। এ ছাড়া অংশগ্রহণকারী সবাইকে উপহার হিসেবে দেওয়া হয়েছে সনদ ও বই।
১ / ১৬
২ / ১৬
৩ / ১৬
৪ / ১৬
৫ / ১৬
৬ / ১৬
৭ / ১৬
৮ / ১৬
৯ / ১৬
১০ / ১৬
১১ / ১৬
১২ / ১৬
১৩ / ১৬
১৪ / ১৬
১৫ / ১৬
১৬ / ১৬