লেখক বন্ধু উৎসব ২০২৫

সারা দেশের বন্ধুসভার অসংখ্য বন্ধু নিয়মিত লেখালেখি করেন। এই লেখক বন্ধুদের লেখার মান উন্নয়ন এবং লেখালেখিতে আরও উৎসাহিত করতে দ্বিতীয়বারের মতো লেখক বন্ধু উৎসবের আয়োজন করেছে বন্ধুসভা জাতীয় পর্ষদ। ১১ জুলাই রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে এই উৎসব চলে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। উৎসবে ‘লেখক বন্ধু পুরস্কার’ দেওয়া হয়। এ বছর পুরস্কার পেয়েছেন পাঁচজন বন্ধু। তাঁরা হলেন নূরে জান্নাত, রাসেল রাজ, রশীদ এনাম, সৌরভ আহমেদ ও নাহিদ হোসাইন। পুরস্কার হিসেবে তাঁদের হাতে স্মারক, সনদ ও বই তুলে দেওয়া হয়। এ ছাড়া অংশগ্রহণকারী সবাইকে উপহার হিসেবে দেওয়া হয়েছে সনদ ও বই।

১ / ১৬
অতিথিদের সঙ্গে লেখক বন্ধু উৎসবে বিজয়ী পাঁচজন। বন্ধুসভা জাতীয় পর্ষদের আয়োজনে প্রথম আলো কার্যালয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়। ঢাকা, ১১ জুলাই, ২০২৫
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ১৬
লেখালেখির সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করেন কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক
ছবি: বন্ধুসভা
৩ / ১৬
প্রথম আলো কার্যালয়ে লেখক বন্ধু উৎসব শেষে অতিথিদের সঙ্গে অংশগ্রহণকারী ও পুরস্কার পাওয়া লেখক বন্ধুরা
ছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ১৬
‘গল্প লেখা, গল্প বলা’ বিষয়ে দিকনির্দেশনা দেন কথাসাহিত্যিক মোহিত কামাল
ছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ১৬
‘কবিতা: ভাব, ছন্দ ও ভাষাপ্রয়োগ’ বিষয়ে আলোচনা করেন কবি কামরুজ্জামান কামু
ছবি: বন্ধুসভা
৬ / ১৬
প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক (সাহিত্য; অন্য আলো) ফিরোজ এহতেশাম
ছবি: শুভ্র কান্তি দাশ
৭ / ১৬
লেখক-প্রকাশক আলাপচারিতা পর্বে নৈঋতা ক্যাফের প্রকাশনা উপদেষ্টা রাহেল রাজিব
ছবি: শুভ্র কান্তি দাশ
৮ / ১৬
লেখক-প্রকাশক আলাপচারিতা পর্বে সুবর্ণ প্রকাশনীর প্রকাশক শাহরিন হক
ছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ১৬
লেখক-প্রকাশক আলাপচারিতা পর্বে স্বরে অ প্রকাশনীর প্রকাশক আবু বকর সিদ্দিক
ছবি: শুভ্র কান্তি দাশ
১০ / ১৬
স্বাগত বক্তব্য দেন বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক
ছবি: জিয়া ইসলাম
১১ / ১৬
স্বাগত বক্তব্য দেন বন্ধুসভা জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক
ছবি: বন্ধুসভা
১২ / ১৬
উৎসব শেষে ফটোসেশন
ছবি: বন্ধুসভা
১৩ / ১৬
স্বাগত বক্তব্য দেন লেখক বন্ধু উৎসব ২০২৫-এর আহ্বায়ক সৌমেন্দ্র গোস্বামী
ছবি: জিয়া ইসলাম
১৪ / ১৬
লেখক বন্ধু উৎসবে অংশগ্রহণকারীরা
ছবি: জিয়া ইসলাম
১৫ / ১৬
লেখক বন্ধু উৎসবে অংশগ্রহণকারীরা
ছবি: জিয়া ইসলাম
১৬ / ১৬
অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ
ছবি: বন্ধুসভা