বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ ও ঢাকা মহানগরের নতুন কমিটি

প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ ও ঢাকা মহানগরের নতুন কমিটি গঠিত হয়েছে। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের ৩০ সদস্যবিশিষ্ট এবং ঢাকা মহানগরের ২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন।

গত ২৩ জানুয়ারি রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়। বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের নতুন কমিটির সভাপতি হয়েছেন বিতার্কিক, সংগঠক ও সংবাদ উপস্থাপক জাফর সাদিক। নির্বাহী সভাপতির পদে আবারও দায়িত্ব পেয়েছেন উপস্থাপক মৌসুমী মৌ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যুব সংগঠক ফরহাদ হোসেন মল্লিক। আগামী দুই বছর (২০২৪-২৫) দেশ ও দেশের বাইরের ১৪০টিরও বেশি বন্ধুসভার কার্যক্রমে নেতৃত্ব দেবে নতুন এই জাতীয় পরিচালনা পর্ষদ।

এদিকে ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি নির্বাচিত হয়েছেন কলেজশিক্ষক সাইদুল হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন গাজীপুর বন্ধুসভার সভাপতি নাঈমা সুলতানা।

১ / ৯
জাতীয় পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ এবং ঢাকা মহানগর ২০২৪ কমিটির সদস্যরা
ছবি: খালেদ সরকার
২ / ৯
জাতীয় পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ এবং ঢাকা মহানগর ২০২৪ কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। সঙ্গে ছিলেন বিদায়ী দুই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক
ছবি: খালেদ সরকার
৩ / ৯
জাতীয় পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ এবং ঢাকা মহানগর ২০২৪ কমিটির ঘোষণা দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান
ছবি: খালেদ সরকার
৪ / ৯
জাতীয় পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ এবং ঢাকা মহানগর ২০২৪ কমিটির প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও বন্ধুসভার পৃষ্ঠপোষক আনিসুল হক
ছবি: খালেদ সরকার
৫ / ৯
বন্ধুসভা সব সময় হৃদয়ে থাকবে বলে জানান জাতীয় পরিচালনা পর্ষদ ২০২২-২৩–এর সভাপতি উত্তম রায়। তিনি ২০২৪-২৫ কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন
ছবি: খালেদ সরকার
৬ / ৯
বিগত দুই বছরের কাজের বিবরণ দেন জাতীয় পরিচালনা পর্ষদ ২০২২-২৩–এর সাধারণ সম্পাদক জাফর সাদিক। তিনি এবার জাতীয় পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন
ছবি: খালেদ সরকার
৭ / ৯
বন্ধুসভার গঠনতন্ত্র নিয়ে সারা দেশের বন্ধুসভাগুলো যেন পাঠচক্র করে, সে ব্যাপারে দিকনির্দেশনা দেন জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা মুমিত আল রশিদ
ছবি: খালেদ সরকার
৮ / ৯
বক্তব্য দিচ্ছেন জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দীন আহমেদ
ছবি: খালেদ সরকার
৯ / ৯
প্রথমবার জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রাশেদা রওনক খান
ছবি: খালেদ সরকার