শরতের শুভ্রতায় রাঙা বন্ধুসভার শারদ উৎসব

উৎসবপ্রেমী বাঙালিদের জন্য শরৎকাল যেন উৎসবের মৌসুম। নীল আকাশে শুভ্র মেঘের আনাগোনা, কাশফুলের বৈচিত্র্য প্রকৃতিতে রঙের বাহার নিয়ে আসে। এর সঙ্গে ভিন্নমাত্রা যোগ করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব। তাই তো শরৎ ও শারদের রঙ বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ‘শারদ উৎসব’ শিরোনামে প্রথম আলো বন্ধুসভা আয়োজন করেছে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। ১২ অক্টোবর রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে পাঁচটায় শুরু হয়ে উৎসব চলে রাত আটটা পর্যন্ত। এতে অংশ নিয়েছেন ঢাকার বিভিন্ন বন্ধুসভার দেড় শতাধিক বন্ধু। ছিল নাড়ু, বিন্নি খই, মুড়ি, জিলাপি, সন্দেশ, বাতাসা, মোয়া, নিমকিসহ নানান পদের শুকনা খাবার।

১ / ২৬
ঢাকা মহানগর বন্ধুসভার চার বন্ধুর দলীয় নৃত্য
ছবি: ধনঞ্জয় বিশ্বাস
২ / ২৬
উপস্থিত বন্ধুদের একাংশ
ছবি: কায়সার কবির
৩ / ২৬
অনুষ্ঠান সফল করায় বন্ধুদের ধন্যবাদ জানান জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায়
ছবি: ধনঞ্জয় বিশ্বাস
৪ / ২৬
‘শরৎ তোমার অরুণ আলোয়’ গানের তালে নৃত্য পরিবেশন করেন ঢাবি বন্ধুসভার তাসনুভা তারান্নুম
ছবি: ধনঞ্জয় বিশ্বাস
৫ / ২৬
খাদিজা জান্নাতের সঙ্গে জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিকের র‌্যাম্প প্রদর্শনী উৎসবে ভিন্নমাত্রা যোগ করে
ছবি: ধনঞ্জয় বিশ্বাস
৬ / ২৬
র‌্যাম্পের একটি দৃশ্যে পারিসা মেহজাবিন ও গাজী আনিস
ছবি: ধনঞ্জয় বিশ্বাস
৭ / ২৬
উৎসব আয়োজনে সহযোগিতা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা
ছবি: ধনঞ্জয় বিশ্বাস
৮ / ২৬
আলাদিন আসাদ ও ইসরাত জাহান
ছবি: ধনঞ্জয় বিশ্বাস
৯ / ২৬
জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিক
ছবি: ধনঞ্জয় বিশ্বাস
১০ / ২৬
‘ঢাকের তালে কোমর দোলে’ গানের তালে অনীক সরকার ও মেঘা খেতানের র‌্যাম্প প্রদর্শনী
ছবি: ধনঞ্জয় বিশ্বাস
১১ / ২৬
সাবরিনা লিজা ও আশিক হোসাইনের র‌্যাম্প প্রদর্শনী
ছবি: ধনঞ্জয় বিশ্বাস
১২ / ২৬
র‌্যাম্প প্রদর্শনীতে ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধু এস কে কাব্য ও মনিরা আক্তার
ছবি: ধনঞ্জয় বিশ্বাস
১৩ / ২৬
‘আকাশেতে লক্ষ তারা’ গানের তালে র‌্যাম্প প্রদর্শনী করেন শারমিন তৃষা ও তাহসিন মাজেদ
ছবি: ধনঞ্জয় বিশ্বাস
১৪ / ২৬
ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধু হৃদয় সৈকত গেয়ে শোনান ‘আমি রবো না রবো না ঘরে’ গানটি
ছবি: ধনঞ্জয় বিশ্বাস
১৫ / ২৬
কবিতা আবৃত্তি করছেন এক বন্ধু
ছবি: ধনঞ্জয় বিশ্বাস
১৬ / ২৬
ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধু অনীক সরকারের পরিবেশনা
ছবি: ধনঞ্জয় বিশ্বাস
১৭ / ২৬
জাতীয় পর্ষদের বন্ধু গাজী আনিসের মজার পরিবেশনা
ছবি: ধনঞ্জয় বিশ্বাস
১৮ / ২৬
সভাপতি উত্তম রায় ও উপস্থাপক মেহেরুন্নেসা নূরীর কোনো এক কথা মুগ্ধ হয়ে শুনছেন অন্য বন্ধুরা
ছবি: ধনঞ্জয় বিশ্বাস
১৯ / ২৬
খাবারের গুণগত মান নিয়ে একান্ত আলোচনায় দুই বন্ধু
ছবি: ধনঞ্জয় বিশ্বাস
২০ / ২৬
সামনে খাবার দেখে লোভ সামলাতে পারেননি কয়েক বন্ধু
ছবি: ধনঞ্জয় বিশ্বাস
২১ / ২৬
উৎসবে হাজির হন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার একঝাঁক বন্ধু
ছবি: শাহরিয়ার লাম
২২ / ২৬
র‌্যাম্প প্রদর্শনীতে অংশ নেওয়া বন্ধুরা
ছবি: ধনঞ্জয় বিশ্বাস
২৩ / ২৬
শরতের আমেজের জন্য কাশফুল নিয়ে আসা হয়। কাশফুলের সঙ্গে ছবি তোলার হিড়িক লেগে যায়।
ছবি: কায়সার কবির
২৪ / ২৬
বন্ধুদের ছবি তোলার আবদার মেটাচ্ছেন জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায়
ছবি: কায়সার কবির
২৫ / ২৬
দর্শকসারির একাংশ
ছবি: ধনঞ্জয় বিশ্বাস
২৬ / ২৬
ছবি তোলাটাও উৎসবের একটি শিল্প
ছবি: কায়সার কবির