কবিতা নিয়ে বন্ধুসভার দিনব্যাপী উৎসব

‘যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে’ স্লোগানে প্রথমবারের মতো ‘কবিতা উৎসব’ আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা। ২৯ জুলাই রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে দিনব্যাপী এই উৎসব চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এতে সারা দেশের বিভিন্ন বন্ধুসভার অন্তত ৯০ জন বন্ধু নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণ করেন। আলোচক হিসেবে ছিলেন কবি সাজ্জাদ শরিফ, কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক, দেশবরেণ্য আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা ও মীর বরকত। আরও উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায় ও সাধারণ সম্পাদক জাফর সাদিক। সঞ্চালনা করেন জাতীয় পর্ষদের সহসভাপতি সাইদুল হাসান ও ঢাকা মহানগর বন্ধুসভার উপদেষ্টা সোলায়মান কবীর।

১ / ২২
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনা
ছবি: আশরাফুল আলম
২ / ২২
উৎসব শেষে অতিথি ও প্রশিক্ষকদের সঙ্গে অংশগ্রহণকারী বন্ধুরা
ছবি: আশরাফুল আলম
৩ / ২২
উৎসবের উদ্বোধন ঘোষণা করছেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ
ছবি: আশরাফুল আলম
৪ / ২২
কবিতার সঙ্গে আলাপন ও লেখালেখির কলকবজা বিষয়ে আলোচনার সময়ে অংশগ্রহণকারীদের সঙ্গে কবি ও কথাসাহিত্যিক আনিসুল হকের সুন্দর একটি মুহূর্ত
ছবি: আশরাফুল আলম
৫ / ২২
কবিতা কীভাবে পড়ব বিষয়ে আলোচনা করেন কবি সাজ্জাদ শরিফ
ছবি: আশরাফুল আলম
৬ / ২২
উচ্চারণ ও আবৃত্তি নির্মাণ বিষয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফার মুক্ত আলোচনা
ছবি: আশরাফুল আলম
৭ / ২২
বাক্‌প্রত্যঙ্গের ব্যায়াম নিয়ে অনুশীলন করান আবৃত্তিশিল্পী মীর বরকত
ছবি: আশরাফুল আলম
৮ / ২২
বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায়ও এদিন মনোযোগী শ্রোতা বনে যান
ছবি: আশরাফুল আলম
৯ / ২২
শুভেচ্ছা বক্তব্য দেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিক
ছবি: আশরাফুল আলম
১০ / ২২
উৎসবজুড়ে এভাবেই মনোযোগ দিয়ে আলোচনা শুনেছেন বন্ধুরা
ছবি: আশরাফুল আলম
১১ / ২২
কবিতা আবৃত্তি প্রতিযোগিতার ফলাফল যাচাই–বাছাই চলছে
ছবি: আশরাফুল আলম
১২ / ২২
আনিসুল হকের হাত থেকে সনদ গ্রহণ করছেন কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করা চট্টগ্রাম বন্ধুসভার বন্ধু নাজিফা তাজনুর
ছবি: আশরাফুল আলম
১৩ / ২২
প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফকে বন্ধুসভার পক্ষ থেকে বই উপহার
ছবি: আশরাফুল আলম
১৪ / ২২
দলীয় কবিতা পাঠ করছেন ঢাকা মহানগর বন্ধুসভার উপদেষ্টা মাহবুব পারভেজ, সোলায়মান কবীর ও সভাপতি হাসিনা মোস্তাফিজ
ছবি: আশরাফুল আলম
১৫ / ২২
আবৃত্তিশিল্পী মীর বরকতকে সম্মাননা প্রদান
ছবি: আশরাফুল আলম
১৬ / ২২
কবি ও কথাসাহিত্যিক আনিসুল হককে বন্ধুসভার পক্ষ থেকে বই উপহার দেওয়া হয়
ছবি: আশরাফুল আলম
১৭ / ২২
মনোযোগী বন্ধুরা
ছবি: আশরাফুল আলম
১৮ / ২২
কবিতা উৎসব ২০২৩-এর সমন্বয়ক ও সঞ্চালক সাইদুল হাসানকে সম্মাননা প্রদান করছেন আনিসুল হক
ছবি: আশরাফুল আলম
১৯ / ২২
কবিতা উৎসব ২০২৩-এর সমন্বয়ক ও সঞ্চালক সোলায়মান কবীরকে সম্মাননা প্রদান করছেন আনিসুল হক
ছবি: আশরাফুল আলম
২০ / ২২
কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় সেরাদের হাতে সনদ তুলে দিচ্ছেন কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক
ছবি: আশরাফুল আলম
২১ / ২২
অংশগ্রহণকারীদের একাংশ
ছবি: আশরাফুল আলম
২২ / ২২
মনোযোগী বন্ধুরা
ছবি: আশরাফুল আলম