বন্ধুসভার ফল উৎসব

৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় প্রথম আলো বন্ধুসভার ফল উৎসব ২০২৫। ঢাকা মহানগর বন্ধুসভার সহযোগিতায় উৎসবে অংশ নেন জাতীয় পরিচালনা পর্ষদ ও ঢাকা মহানগরসহ ঢাকার বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা। উৎসবে ছিল সাহিত্য, সংগীত, শৈশবে ফল খাওয়ার স্মৃতি আর ফলের স্বাদের মেলবন্ধন।

১ / ৯
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ফল উৎসব শেষে বন্ধুসভার বন্ধুদের একাংশ
ছবি: বন্ধুসভা
২ / ৯
দ্বৈত নৃত্য পরিবেশন করেন বন্ধু সিথী মোহন্ত ও মো. তিতুমীর
ছবি: বন্ধুসভা
৩ / ৯
শৈশবে ফল খাওয়া নিয়ে স্মৃতিচারণা করেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক
ছবি: বন্ধুসভা
৪ / ৯
আধুনিক বাংলা গান পরিবেশন করেন নজরুলসংগীতশিল্পী নাদিয়া আরিফিন শাওন। তাঁকে হারমোনিয়ামে সহযোগিতা করেন বন্ধু তাপসী রায়
ছবি: বন্ধুসভা
৫ / ৯
শুভেচ্ছা বক্তব্য দেন বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক
ছবি: বন্ধুসভা
৬ / ৯
একক নৃত্য পরিবেশন করেন বন্ধু সিথী মোহন্ত
ছবি: বন্ধুসভা
৭ / ৯
ফল খাওয়া
ছবি: বন্ধুসভা
৮ / ৯
বাহারি ফলের সমাহার
ছবি: বন্ধুসভা
৯ / ৯
ফল খাওয়ার অপেক্ষায় তাঁরা
ছবি: বন্ধুসভা