এসো মিলি জলধারায়

অনুষ্ঠান কেমন হয়েছে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার এক বন্ধু বলেন, ‘মনে হয়েছে জাতীয় সমাবেশে আছি।’ তাঁর সঙ্গে কণ্ঠ মেলান উপস্থিত অন্য বন্ধুরাও। গত ৩০ ডিসেম্বর ২০২২ ‘এসো মিলি জলধারায়’ শিরোনামে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আয়োজনে বার্ষিক সভা ও আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সারা দেশের ৫৫টি বন্ধুসভার বন্ধু, তাঁদের স্বজন ও অতিথিরা। অনুষ্ঠানজুড়ে থাকে গল্প, আড্ডা, নাচ, গান, র‌্যাফল ড্রসহ নানা আয়োজন।

বন্ধুদের নিয়ে একটি লঞ্চ সকাল নয়টায় সদরঘাট থেকে যাত্রা শুরু করে। বিকেল চারটায় চাঁদপুর তিন নদীর মোহনায় সবাইকে স্বাগত জানায় চাঁদপুর বন্ধুসভা। চাঁদপুর শিশু পরিবারের ৮০ জন এতিম শিশুকে নিয়ে মেঘনাপাড়ে বন্ধুরা দুপুরের খাবার খান। শিশু পরিবারের প্রত্যেককে বন্ধুসভার পক্ষ থেকে একটি করে স্কুলব্যাগ উপহার দেওয়া হয়। সেখানে দেড় ঘণ্টা অতিবাহিত করার পর আবারও ঢাকার উদ্দেশে যাত্রা। রাত ১০টায় সদরঘাটে পৌঁছায় বন্ধুদের বহনকারী লঞ্চটি।

১ / ৩৫
চাঁদপুর ঘাটে জাতীয় পর্ষদের সভাপতি উত্তম রায়, নির্বাহী সভাপতি মৌসুমী মৌ ও সাধারণ সম্পাদক জাফর সাদিকের নেতৃত্বে লঞ্চ থেকে তিন নদীর মোহনার উদ্দেশে বন্ধুদের যাত্রা
ছবি: খালেদ সরকার
২ / ৩৫
ভোরে সদরঘাট টার্মিনালে লঞ্চে ওঠার অপেক্ষায় বন্ধুরা
ছবি: আশফাকুর রহমান
৩ / ৩৫
চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় এতিম মেয়েশিশুদের সঙ্গে আনন্দ-আড্ডায় মেতে ওঠেন সারা দেশের বন্ধুরা
ছবি: খালেদ সরকার
৪ / ৩৫
যেকোনো ভ্রমণ কিংবা অনুষ্ঠানে প্রিয় মানুষদের সঙ্গে ছবি তুলে মুহূর্তগুলো স্মৃতির ফ্রেমে বন্দী করে রাখা যেন সবচেয়ে গুরুত্বপূর্ণ!
ছবি: আশফাকুর রহমান
৫ / ৩৫
র‌্যাফেল ড্রয়ে ভাগ্যবান বিজয়ীদের নাম ঘোষণা
ছবি: খালেদ সরকার
৬ / ৩৫
জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিক র‌্যাফেল ড্রয়ের বক্সটি হাতে নিতে পেরেই নিজেকে ভাগ্যবান ভাবছেন হয়তো, তাঁর মুখের চওড়া হাসি সেটারই জানান দিচ্ছে
ছবি: আশফাকুর রহমান
৭ / ৩৫
দূরদূরান্ত থেকে আসা বন্ধুদের শুভেচ্ছা জানান বন্ধুসভা জাতীয় পর্ষদের নির্বাহী সভাপতি মৌসুমী মৌ
ছবি: খালেদ সরকার
৮ / ৩৫
পরিচয় পর্বে ঢাকা মহানগর বন্ধুসভার উপদেষ্টা ফাল্গুনী মজুমদার
ছবি: খালেদ সরকার
৯ / ৩৫
র‌্যাফেল ড্রয়ে প্রথম পুরস্কার জিতে ‘ঢাকা- কক্সবাজার-ঢাকা’ এয়ার টিকিট পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধু
ছবি: খালেদ সরকার
১০ / ৩৫
নৃত্য পরিবেশন করেন ঢাবি বন্ধুসভার তাসনুভা তারান্নুম
ছবি: খালেদ সরকার
১১ / ৩৫
ছবি স্মৃতির গল্প বলে, চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় সেই গল্প জমাতে ফ্রেমে বন্দী কয়েক বন্ধু
ছবি: আশফাকুর রহমান
১২ / ৩৫
লঞ্চের নিচতলায় উপস্থিত বন্ধুদের একাংশ
ছবি: আশফাকুর রহমান
১৩ / ৩৫
ম্যাজিক বক্স ভাগ্যবানদের হাতে দেওয়ার আগে নিয়মাবলি বলে দিচ্ছেন জাতীয় পর্ষদের সভাপতি উত্তম রায়
ছবি: আশফাকুর রহমান
১৪ / ৩৫
ম্যাজিক বক্সের রং পরিবর্তন হলেও সবার নজর সেদিকেই!
ছবি: আশফাকুর রহমান
১৫ / ৩৫
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার অনিক সরকার ও মেঘা খেতানের যুগলবন্দীতে উল্লাসে মেতে ওঠেন সবাই
ছবি: আশফাকুর রহমান
১৬ / ৩৫
ভোরে লঞ্চে ওঠার পরের মুহূর্ত। একে অপরের সঙ্গে পরিচয় পর্ব সেরে নিচ্ছেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত বন্ধুরা
ছবি: আশফাকুর রহমান
১৭ / ৩৫
বন্ধুসভার বার্ষিক সভা ও আনন্দ আড্ডায় এসে নিজেদের ভালো লাগা প্রকাশ করছেন প্রথম আলোর কর্মীরা
ছবি: খালেদ সরকার
১৮ / ৩৫
বন্ধুদের জন্য একটি লঞ্চের ব্যবস্থা করেছেন যে মানুষ—জাতীয় পর্ষদের কার্যনির্বাহী সদস্য সায়মন চৌধুরী
ছবি: খালেদ সরকার
১৯ / ৩৫
ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধু হৃদয় সৈকতের গান পরিবেশনা
ছবি: খালেদ সরকার
২০ / ৩৫
দেখতে শান্তশিষ্ট স্বভাবের আসিফ ইমন ভরাট কণ্ঠে গান শুনিয়ে সবাইকে চমকে দেন
ছবি: খালেদ সরকার
২১ / ৩৫
সাংস্কৃতিক পরিবেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার অনিক মিয়া
ছবি: খালেদ সরকার
২২ / ৩৫
গান পরিবেশনায় এক বন্ধু
ছবি: খালেদ সরকার
২৩ / ৩৫
তিন নদীর মোহনায় বন্ধুদের বরণ করে নেন চাঁদপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: খালেদ সরকার
২৪ / ৩৫
ছবি: আশফাকুর রহমান
২৫ / ৩৫
সৌন্দর্যচর্চায় ব্যস্ত জাতীয় পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আনিস!
ছবি: আশফাকুর রহমান
২৬ / ৩৫
দেশের বিভিন্ন স্থান থেকে আসা বন্ধুরা নিজেদের অনুভূতি জানাচ্ছেন
ছবি: আশফাকুর রহমান
২৭ / ৩৫
এখানে র‌্যাফেল ড্রয়ের টিকিট বিক্রি হচ্ছে
ছবি: আশফাকুর রহমান
২৮ / ৩৫
চাঁদপুরের তিন নদীর মোহনায় দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। সেখানে খাবারের জন্য বন্ধুদের দীর্ঘ সারি
ছবি: আশফাকুর রহমান
২৯ / ৩৫
কেবল নিজে খেলেই হবে না, অন্যদেরও খাওয়াতে হবে
ছবি: আশফাকুর রহমান
৩০ / ৩৫
ফেরার সময় শীতের তীব্রতা বেড়ে যায়। এতে অবশ্য বন্ধুদের আনন্দে কোনো ভাটা পড়েনি!
ছবি: আশফাকুর রহমান
৩১ / ৩৫
বন্ধুটি সুদূর খুলনা থেকে এসেছেন
ছবি: আশফাকুর রহমান
৩২ / ৩৫
গান গেয়ে সবাইকে মুগ্ধ করেন ঢাকা মহানগর বন্ধুসভার হুমায়রা আনজুম শ্যামসী
ছবি: আশফাকুর রহমান
৩৩ / ৩৫
ঢাকা মহানগর বন্ধুসভার দুই বন্ধুর নৃত্য
ছবি: আশফাকুর রহমান
৩৪ / ৩৫
নেচেগেয়ে পুরো আয়োজন মাতিয়ে রাখেন বন্ধুরা
ছবি: আশফাকুর রহমান
৩৫ / ৩৫
লঞ্চটি সাত শতাধিক বন্ধুকে নিয়ে দারুণ একটি দিনের সাক্ষী হয়ে আছে
ছবি: আশফাকুর রহমান