এসডিজি প্রচারাভিযান ২০২২: চট্টগ্রাম অঞ্চল

কাউকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া সম্ভব নয়। বৈষম্যহীন সমাজ গঠনে প্রত্যেক মানুষের অবদান দরকার। আর প্রতিবন্ধীরা এখনো নানা সমস্যায় জর্জরিত। তাই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গঠনে প্রতিবন্ধীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ঘটাতে হবে। এ ক্ষেত্রে প্রথমে আত্মোন্নয়ন ঘটাতে হবে।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে ২৯ নভেম্বর, চট্টগ্রাম নগরের জেলা শিল্পকলা একাডেমিতে ইউএনডিপি ও প্রথম আলো আয়োজিত ‘এসডিজি প্রচারাভিযান-২০২২: যুব ও নারীদের বলিষ্ঠ প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তা’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাস্তবায়ন করেছে বন্ধুসভা। ছিল শোভাযাত্রা, আলোচনা পর্ব, তথ্যচিত্র প্রদর্শনী, বারোয়ারি বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

ভিডিও বার্তায় প্রচারাভিযানের সফলতা কামনা করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। বন্ধুসভার জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিকের সঞ্চালনায় বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, সনাক চট্টগ্রামের সহসভাপতি রওশন আরা চৌধুরী, প্রান্তিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সরওয়ার, শিক্ষাবিদ আনোয়ারা আলম, ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট শীলা তাসনীম হক, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ ও বন্ধুসভা চট্টগ্রামের সভাপতি শিহাব জিশান। এসডিজি–বিষয়ক নানা তথ্য উপস্থাপন করেন ইউএনডিপির এসসিফোর এসডিজি প্রজেক্ট অ্যাসোসিয়েট ফারহানা রাজ্জাক এবং মুক্ত আলোচনায় অংশ নেন ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ুম।

১ / ২৯
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি থেকে শোভাযাত্রা শুরু হয়
ছবি: সৌরভ দাশ
২ / ২৯
যুব, নারীসহ সবার অংশগ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন সম্ভব। কাউকে বাদ দিয়ে এগোনো যাবে না বলে মনে করেন ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট শীলা তাসনীম হক।
ছবি: সৌরভ দাশ
৩ / ২৯
অংশগ্রহণকারীদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেন ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ুম
ছবি: আশফাকুর রহমান
৪ / ২৯
প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ নারী ও যুবাদের উদ্দেশে বলেন, আপনারা এখন যা করবেন, সেটার ফল ভোগ করবে পরবর্তী প্রজন্ম। তাই ছোট ছোট উদ্যোগ গ্রহণ করতে হবে।
ছবি: সৌরভ দাশ
৫ / ২৯
এসডিজি প্রচারাভিযান-২০২২ চট্টগ্রাম বিভাগের শোভাযাত্রায় অংশ নিয়েছেন তিন শতাধিক মানুষ
ছবি: সৌরভ দাশ
৬ / ২৯
প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বলেন, আশির দশকে শিল্পকারখানায় মেয়েরা দলে দলে কাজ করতে শুরু করেন। তাঁরা দেশের অর্থনীতি পুরোপুরি পাল্টে দিয়েছেন
ছবি: সৌরভ দাশ
৭ / ২৯
এসডিজি–বিষয়ক নানা তথ্য উপস্থাপন করেন ইউএনডিপির এসসিফোর এসডিজি প্রজেক্ট অ্যাসোসিয়েট ফারহানা রাজ্জাক
ছবি: আশফাকুর রহমান
৮ / ২৯
যাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলছি, আমরাই তাদের পিছিয়ে রাখছি বলে মন্তব্য করেন সনাক চট্টগ্রামের সহসভাপতি রওশন আরা চৌধুরী
ছবি: সৌরভ দাশ
৯ / ২৯
চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুদের দলীয় নৃত্য
ছবি: সৌরভ দাশ
১০ / ২৯
সঞ্চালনা করেন বন্ধুসভা জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিক
ছবি: আশফাকুর রহমান
১১ / ২৯
নাটিকার একটি দৃশ্য
ছবি: সৌরভ দাশ
১২ / ২৯
জলজ জীবন কীভাবে বাঁচানো যায় এবং এতে তরুণেরা কীভাবে কাজ করতে পারেন, এ নিয়ে কথা বলেন প্রান্তিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সরওয়ার
ছবি: সৌরভ দাশ
১৩ / ২৯
শিক্ষাবিদ আনোয়ারা আলম বলেন, তারুণ্যকে আরও কাজে লাগাতে দরকার জ্ঞান ও নেতৃত্ব
ছবি: সৌরভ দাশ
১৪ / ২৯
ছবি আঁকায় মনোযোগী বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা
ছবি: সৌরভ দাশ
১৫ / ২৯
সুবিধাবঞ্চিত ব্যক্তি, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরাও শোভাযাত্রায় অংশ নেন
ছবি: সৌরভ দাশ
১৬ / ২৯
নাচের জাদুতে মুগ্ধ হয়েছেন সবাই
ছবি: সৌরভ দাশ
১৭ / ২৯
নিজের বক্তব্য তুলে ধরেন প্রতিবন্ধী বেলাল হোসেন
ছবি: আশফাকুর রহমান
১৮ / ২৯
মিলনায়তন লোকে লোকারণ্য
ছবি: সৌরভ দাশ
১৯ / ২৯
আদিবাসী গানের তালে নৃত্য পরিবেশন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধু মাচেন লা
ছবি: সৌরভ দাশ
২০ / ২৯
এসডিজি ৫–বিষয়ক নাটিকা প্রদর্শনীর শিল্পীরা
ছবি: সৌরভ দাশ
২১ / ২৯
ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি শাফিন উজ্জ জামানের মূকাভিনয় প্রদর্শনী
ছবি: সৌরভ দাশ
২২ / ২৯
শুভেচ্ছা বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি শিহাব জিসান
ছবি: সৌরভ দাশ
২৩ / ২৯
বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার বিচারক হাসান মাহমুদ, মাসুদ বকুল ও মুমু দাশ
ছবি: সৌরভ দাশ
২৪ / ২৯
গান গেয়ে শোনান এক বন্ধু
ছবি: সৌরভ দাশ
২৫ / ২৯
সাংস্কৃতিক পর্ব সঞ্চালনা করেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধু বেনজির বিনতে শওকত
ছবি: সৌরভ দাশ
২৬ / ২৯
আমন্ত্রিত অতিথিরা
ছবি: সৌরভ দাশ
২৭ / ২৯
চিত্রাঙ্কন ও বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীরা
ছবি: সৌরভ দাশ
২৮ / ২৯
মুক্ত আলোচনায় এক অংশগ্রহণকারী
ছবি: সৌরভ দাশ
২৯ / ২৯
একটি সফল গ্রোগ্রাম শেষে বন্ধুদের বিজয়চিহ্ন
ছবি: সৌরভ দাশ