নারী বিতর্কে সেরাদের হাতে পুরস্কার

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা আয়োজিত ‘জাতীয় নারী বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা’র বিজয়ীদের পুরস্কার ও সনদ প্রদান করা হয়েছে। ২২ মার্চ রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের বন্ধুসভা কক্ষে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক।

প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজা শারমিন, দ্বিতীয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহারা লিমা ও তৃতীয় হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হামিদা নিসা। বিজয়ীদের সনদের পাশাপাশি পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে বই। এ ছাড়া সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত আরও পাঁচজনকে বিশেষ সনদ দেওয়া হয়েছে। তাঁরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শ্রাবস্তী তালুকদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তাবাসসুম রিচিকা ও রুবিনা তিথি, শহীদ পুলিশ স্মৃতি কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাফাইয়াত আমিন এবং বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থী সুমাইয়া ইব্রাহিম।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায়, নির্বাহী সভাপতি মৌসুমী মৌ, সাধারণ সম্পাদক জাফর সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর তাওহিদা জাহান, যশোর বন্ধুসভার সভাপতি লাকি রানী কাপুড়িয়া প্রমুখ।

১ / ৯
প্রথম আলো কার্যালয়ের বন্ধুসভা কক্ষে অতিথিদের সঙ্গে সনদ হাতে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীরা
ছবি: শাকিব হাসান
২ / ৯
প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হকের কাছ থেকে পুরস্কার হিসেবে বই ও সনদ নিচ্ছেন বিতর্কে চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদিজা শারমিন
ছবি: শাকিব হাসান
৩ / ৯
পুরস্কার বুঝে নিচ্ছেন বিতর্কে দ্বিতীয় স্থান অর্জন করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাহারা লিমা
ছবি: শাকিব হাসান
৪ / ৯
তৃতীয় হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের হামিদা নিসা’র হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায়
ছবি: শাকিব হাসান
৫ / ৯
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাবাসসুম রিচিকা বিতর্কে পঞ্চম স্থান অর্জন করেন
ছবি: শাকিব হাসান
৬ / ৯
বিতর্কে ৬ষ্ঠ হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা তিথি
ছবি: শাকিব হাসান
৭ / ৯
বিতর্কে সপ্তম স্থান অর্জন করে শহীদ পুলিশ স্মৃতি কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাফাইয়াত আমিন
ছবি: শাকিব হাসান
৮ / ৯
সনদ গ্রহণ করছেন বিতর্কে ৮ম স্থান অর্জনকারী বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থী সুমাইয়া ইব্রাহিম
ছবি: শাকিব হাসান
৯ / ৯
অতিথিদের সঙ্গে সনদ হাতে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীরা
ছবি: শাকিব হাসান