১১ নভেম্বর ছিল প্রথম আলো বন্ধুসভার রজতজয়ন্তী। এ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় অর্ধদিনব্যাপী উৎসব। রজতজয়ন্তীর উৎসবে প্রতিষ্ঠার শুরু থেকে বিভিন্ন সময় যাঁরা বন্ধুসভার নেতৃত্ব দিয়েছেন বা যুক্ত ছিলেন, এমন অভিজ্ঞ বন্ধুরা অংশ নেন। এ ছাড়া ঢাকার ২৩টিসহ দেশের ৩৩টি মিলে ৫৬টি শাখার চার শতাধিক বন্ধু উপস্থিত ছিলেন। সবার অংশগ্রহণে উৎসব পরিণত হয় মিলনমেলায়।
এই আনন্দঘন উৎসবে ২০২৩ সালে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ ঘোষিত তিনটি কর্মসূচি ‘সহমর্মিতার ঈদ’, ‘বৃক্ষরোপণ’ ও ‘একটি করে ভালো কাজ’ এবং সারা বছরের কাজের ভিত্তিতে বর্ষসেরা মোট ৩৩টি বন্ধুসভাকে সম্মাননা দেওয়া হয়েছে। তাঁদের হাতে সম্মাননা তুলে দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায়, নির্বাহী সভাপতি মৌসুমী মৌ ও সাধারণ সম্পাদক জাফর সাদিক।