বন্ধুসভার রজতজয়ন্তী উৎসব

১১ নভেম্বর ছিল প্রথম আলো বন্ধুসভার রজতজয়ন্তী। এ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় অর্ধদিনব্যাপী উৎসব। রজতজয়ন্তীর উৎসবে প্রতিষ্ঠার শুরু থেকে বিভিন্ন সময় যাঁরা বন্ধুসভার নেতৃত্ব দিয়েছেন বা যুক্ত ছিলেন, এমন অভিজ্ঞ বন্ধুরা অংশ নেন। এ ছাড়া ঢাকার ২৩টিসহ দেশের ৩৩টি মিলে ৫৬টি শাখার চার শতাধিক বন্ধু উপস্থিত ছিলেন। সবার অংশগ্রহণে উৎসব পরিণত হয় মিলনমেলায়।

এই আনন্দঘন উৎসবে ২০২৩ সালে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ ঘোষিত তিনটি কর্মসূচি ‘সহমর্মিতার ঈদ’, ‘বৃক্ষরোপণ’ ও ‘একটি করে ভালো কাজ’ এবং সারা বছরের কাজের ভিত্তিতে বর্ষসেরা মোট ৩৩টি বন্ধুসভাকে সম্মাননা দেওয়া হয়েছে। তাঁদের হাতে সম্মাননা তুলে দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায়, নির্বাহী সভাপতি মৌসুমী মৌ ও সাধারণ সম্পাদক জাফর সাদিক।

১ / ২৫
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘পত্রিকা বা সংগঠন হিসেবে প্রথম আলোর যত বড় বড় কাজ আছে, এসব কিছুর জন্য আমাদের অনেক সুনাম, স্বীকৃতি হয়—এ সবকিছুর পেছনে যদি কারও ভূমিকা থাকে, সেটা বন্ধুসভার।’
তানভীর আহেম্মদ
২ / ২৫
প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা বাংলাদেশের প্রতিটি তরুণ হৃদয়ে আলো জ্বালছে।’
তানভীর আহেম্মদ
৩ / ২৫
বন্ধুসভার রজতজয়ন্তী উৎসবে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ঢাকাসহ সারা দেশের ৫৬টি বন্ধুসভার চার শতাধিক বন্ধু উপস্থিত ছিলেন
তানভীর আহেম্মদ
৪ / ২৫
বন্ধুসভার শুরুর দিকের অনেক স্মৃতি রোমন্থন করেন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক এম এ মোহিত কামাল
এস কে কাব্য
৫ / ২৫
বর্ষসেরা দশ বন্ধুসভার প্রতিনিধিদের সঙ্গে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক
তানভীর আহেম্মদ
৬ / ২৫
বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি সাইদুজ্জামান রওশন বলেছেন, ‘যারা আগে বন্ধুসভার সঙ্গে যুক্ত ছিল, ভালো ভালো কাজ করত, তারা অনেক শক্তিশালী। বয়স, অভিজ্ঞতা ও সাংগঠনিক, সব দিক দিয়েই।’
তানভীর আহেম্মদ
৭ / ২৫
বন্ধুসভার সঙ্গে মিলে বন ও পরিবেশ রক্ষায় সারা দেশে উদ্যোগ নিতে চান বলে জানান আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রাকিবুল হাসান মুকুল
তানভীর আহেম্মদ
৮ / ২৫
রজতজয়ন্তী উৎসবে (বাঁ থেকে) বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিক, নির্বাহী সভাপতি মৌসুমী মৌ ও সভাপতি উত্তম রায়
তানভীর আহেম্মদ
৯ / ২৫
ফুলের তোড়া দিয়ে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে আসেন ইউনিমেড ইউনিহেলথ ফার্মার বিপণন মহাব্যবস্থাপক সাফায়েত মাহমুদ
তানভীর আহেম্মদ
১০ / ২৫
রজতজয়ন্তীর উৎসবে প্রতিষ্ঠার শুরু থেকে বিভিন্ন সময় যাঁরা বন্ধুসভার নেতৃত্ব দিয়েছেন বা যুক্ত ছিলেন, এমন বন্ধুরা অংশ নেন
তানভীর আহেম্মদ
১১ / ২৫
জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসব শুরু হয়
তানভীর আহেম্মদ
১২ / ২৫
ঝলমলে আভায় মঞ্চ আলোকিত করে বন্ধুদের ভালোবাসা জানাতে আসেন অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা
তানভীর আহেম্মদ
১৩ / ২৫
রজতজয়ন্তীর অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে এসেছিলেন ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ুম
তানভীর আহেম্মদ
১৪ / ২৫
অভিনয়শিল্পী আব্দুন নূর সজল বলেন, বন্ধুসভার দীর্ঘ ২৫ বছরের পথচলা বিশাল প্রাপ্তি
তানভীর আহেম্মদ
১৫ / ২৫
অনুষ্ঠানে এসেছিলেন ত্বক ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রতিষ্ঠান রেজুভা ওয়েলনেসের কনসালট্যান্ট তাওহিদা রহমান ইরিন
তানভীর আহেম্মদ
১৬ / ২৫
বন্ধুসভাকে শুভেচ্ছা জানাতে আরও ছুটে আসেন কোডার্সট্রাস্ট বাংলাদেশের কান্ট্রি হেড আতাউল গনি ওসমানি
তানভীর আহেম্মদ
১৭ / ২৫
সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা ‘চার ছক্কা হই হই, বল গড়াইয়া গেল কই’ গানের তালে বন্ধুদের উন্মাতাল করে তোলেন
তানভীর আহেম্মদ
১৮ / ২৫
বন্ধুসভাকে রজতজয়ন্তীর শুভেচ্ছা জানাতে এসেছিলেন ক্লদিং ব্র্যান্ড এমব্রেলা লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মো. রুবেল খান
তানভীর আহেম্মদ
১৯ / ২৫
ওটিটি প্ল্যাটফর্ম চরকি প্রতিষ্ঠার শুরু থেকে তাদের সঙ্গে আছে বন্ধুসভা। উৎসবে এসে সে কথাই স্মরণ করে বন্ধুদের ধন্যবাদ জানান চরকির ক্রিয়েটিভ লিড জাহিদুল হক অপু
তানভীর আহেম্মদ
২০ / ২৫
পরিবেশ ও প্রাণীজগত নিয়ে কুইজ পরিচালনা করেন (বাঁ থেকে) ফাহমিনা বর্ষা ও ইসরাত জাহান
তানভীর আহেম্মদ
২১ / ২৫
বন্ধুসভার থিম সংয়ের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশনা
তানভীর আহেম্মদ
২২ / ২৫
‘সখী শিমুল তুলার বালিশে’ গানের সঙ্গে নৃত্য করেন রংপুর বন্ধুসভার বন্ধু যমজ বোন বর্ষা ও বৃষ্টি
এস কে কাব্য
২৩ / ২৫
ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধু মাহমুদা তমা গেয়ে শোনান ‘বন্ধু বিনে প্রাণ বাঁচে না’ গান
তানভীর আহেম্মদ
২৪ / ২৫
জাতীয় পরিচালনা পর্ষদের পৌলমী অদিতির কণ্ঠে শোভা পায় ‘তোমার জন্য নীলচে তারা’ গানটি
তানভীর আহেম্মদ
২৫ / ২৫
কিশোরগঞ্জ বন্ধুসভার বন্ধু রিফাত একই সঙ্গে নারী ও পুরুষের ভূমিকায় ‘দিন যে কাটে না’ গানের তালে নৃত্য পরিবেশন করেন
তানভীর আহেম্মদ