লেখক বন্ধু উৎসব

সারা দেশের বিভিন্ন বন্ধুসভার নির্বাচিত লেখক বন্ধুদের অংশগ্রহণে ‘লেখক বন্ধু উৎসব ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। ২ জুন সকাল সাড়ে ১০টায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের শুরু হয়। দিনব্যাপী এই উৎসব শেষ হয় বিকেল পাঁচটায়।

লেখালেখির বিষয়ভিত্তিক কর্মশালা ছাড়াও উৎসবে উন্মুক্ত আলোচনা, লেখক বন্ধু আড্ডা, সেরা ১০ লেখক বন্ধু সম্মাননাসহ নানা চমক ছিল। কর্মশালায় আলোচক হিসেবে ছিলেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শরিফ, ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক, সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টি ফোরের প্রধান বার্তা সম্পাদক কবি ও লেখক শাহনাজ মুন্নী, মনোরোগ চিকিৎসক ও কথাসাহিত্যিক মোহিত কামাল, প্রথম আলোর সাহিত্য সম্পাদক আলতাফ শাহনেওয়াজ। এ ছাড়া প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী, বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি উত্তম রায়, নির্বাহী সভাপতি মৌসুমী মৌসহ অন্তত ৮০ বন্ধু। এর মধ্যে লেখক বন্ধু ছিলেন ৪৪ জন। সঞ্চালনা করেন জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিক।

১ / ২৫
প্রথম আলো কার্যালয়ে উৎসব শেষে সারা দেশের নির্বাচিত লেখক বন্ধুদের সঙ্গে আলোচক ও অতিথিরা
ছবি: তানভীর আহেম্মদ
২ / ২৫
অতিথিদের সঙ্গে সনদ হাতে সেরা ১০ লেখক বন্ধু
ছবি: তানভীর আহেম্মদ
৩ / ২৫
কাব্যচর্চার খুঁটিনাটি নিয়ে আলোচনা করেন কবি ও লেখক সাজ্জাদ শরিফ
ছবি: তানভীর আহেম্মদ
৪ / ২৫
লেখার কৌশল নিয়ে আলোচনা করেন মনোচিকিৎসক ও কথাসাহিত্যিক মোহিত কামাল
ছবি: আশরাফুল আলম
৫ / ২৫
সাহিত্যচর্চা ও লেখক হতে চাইলে কী করতে হবে, সে বিষয়ে আলোচনা করেন কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক
ছবি: তানভীর আহেম্মদ
৬ / ২৫
গল্প কী এবং গল্প লেখার কৌশল নিয়ে আলোচনা করেন কবি ও লেখক শাহনাজ মুন্নী
ছবি: তানভীর আহেম্মদ
৭ / ২৫
অংশগ্রহণকারী লেখক বন্ধুরা
ছবি: তানভীর আহেম্মদ
৮ / ২৫
সারা দেশ থেকে আসা লেখক বন্ধুদের উদ্দেশে বক্তব্য দেন বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি উত্তম রায়
ছবি: আশরাফুল আলম
৯ / ২৫
উৎসবের সঞ্চালনা করেন বন্ধুসভা জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিক
ছবি: তানভীর আহেম্মদ
১০ / ২৫
প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম থেকে আসা লেখক বন্ধু নাজিফা তাজনুর
ছবি: আশরাফুল আলম
১১ / ২৫
বন্ধুসভা জাতীয় পর্ষদের পক্ষ থেকে প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়
ছবি: তানভীর আহেম্মদ
১২ / ২৫
ফিচার বিষয়ে আলোচনা করেন প্রথম আলোর সাহিত্য সম্পাদক আলতাফ শাহনেওয়াজ
ছবি: আশরাফুল আলম
১৩ / ২৫
বক্তব্য দেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী
ছবি: আশরাফুল আলম
১৪ / ২৫
শাহনাজ মুন্নীর হাতে সম্মাননা স্মারক তুলে দেয় বন্ধুসভা জাতীয় পর্ষদ
ছবি: তানভীর আহেম্মদ
১৫ / ২৫
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনা
ছবি: তানভীর আহেম্মদ
১৬ / ২৫
নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনান বন্ধুসভা জাতীয় পর্ষদের সহসভাপতি সাইদুল হাসান
ছবি: আশরাফুল আলম
১৭ / ২৫
বন্ধুদের উদ্দেশে বক্তব্য দেন বন্ধুসভা জাতীয় পর্ষদের সহসভাপতি নাজমুল এইচ পলাশ
ছবি: আশরাফুল আলম
১৮ / ২৫
অনুভূতি প্রকাশ করেন ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি হাসিনা মোস্তাফিজ
ছবি: আশরাফুল আলম
১৯ / ২৫
বন্ধুসভার ওয়েবসাইটে লেখার খুঁটিনাটি নিয়ে বন্ধুদের অবহিত করেন ডিজিটাল কো-অর্ডিনেটর শাকিব হাসান
ছবি: আশরাফুল আলম
২০ / ২৫
আলোচকদের গুরুত্বপূর্ণ কথা লিখে রাখছেন অংশগ্রহণকারীরা
ছবি: আশরাফুল আলম
২১ / ২৫
জাতীয় পর্ষদের ম্যাগাজিন ‘তারুণ্য’ বিষয়ে কথা বলেন ম্যাগাজিন সম্পাদক খাইরুন্নাহার খেয়া
ছবি: আশরাফুল আলম
২২ / ২৫
লেখক বন্ধু উৎসব নিয়ে কথা বলছেন ঢাকা মহানগর বন্ধুসভার উপদেষ্টা মাহবুব পারভেজ
ছবি: আশরাফুল আলম
২৩ / ২৫
অনুভূতি প্রকাশ করছেন সবার পরিচিত বন্ধু আশফাকুজ্জামান
ছবি: আশরাফুল আলম
২৪ / ২৫
অনুভূতি প্রকাশ করেন ঢাকা মহানগর বন্ধুসভার উপদেষ্টা সোলায়মান কবির
ছবি: আশরাফুল আলম
২৫ / ২৫
প্রশ্নোত্তর পর্বে যশোর বন্ধুসভার সহসভাপতি মোস্তাফিজুর রহমান
ছবি: তানভীর আহেম্মদ