এসডিজি প্রচারাভিযান ২০২২: জাতীয় পর্ব

দেশের জনসংখ্যার বড় অংশ কর্মক্ষম শ্রেণির তরুণ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে এই জনগোষ্ঠীর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে ও তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সরকারি-বেসরকারি অংশীজনদের একত্রে কাজ করতে হবে।

‘এসডিজি প্রচারাভিযান-২০২২: যুব ও নারীদের বলিষ্ঠ প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তা’ শীর্ষক প্রচারাভিযানের জাতীয় পর্বের অতিথিরা এসব কথা বলেন। ইউএনডিপি–ইউএনইপি পোভার্টি–এনভায়রনমেন্ট অ্যাকশনের পৃষ্ঠপোষকতায় প্রথম আলো ও বন্ধুসভা ১৯ ডিসেম্বর রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটশন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ৬৪ জেলা থেকে ৪ শতাধিক তরুণ প্রতিনিধি অংশ নেন।

উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুইন লুইস, ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি আবাসিক প্রতিনিধি ভ্যান নুয়েন, বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য সাজেদা সাথী, ইউএনডিপির প্রধান কারিগরি উপদেষ্টা ফকরুল আহসান, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা, ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট শীলা তাসনীম হক, চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী জাকির হোসেন খান, ইউএনডিপির এসসিফোরএসডিজি প্রকল্প সহযোগী ফারহানা রাজ্জাক, বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি উত্তম রায়, নির্বাহী সভাপতি মৌসুমী মৌ ও সাধারণ সম্পাদক জাফর সাদিক।

১ / ৩৩
প্রচারাভিযানের জাতীয় পর্বে অংশগ্রহণকারী নারী ও যুব প্রতিনিধিরা
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ৩৩
দেশের সামগ্রিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার বিকল্প নেই বলে মন্তব্য করেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশের ডেপুটি আবাসিক প্রতিনিধি ভ্যান নুয়েন
ছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ৩৩
পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, এসডিজি একটি সামাজিক আন্দোলন। এই এসডিজি বাস্তবায়নে যুবসমাজ সম্ভাবনাময় শক্তি। এসডিজি বাস্তবায়ন করতে পারলে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বাড়বে
ছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ৩৩
প্রথম আলো সব ক্ষেত্রে বাংলাদেশের জয় দেখতে চায় উল্লেখ করে মতিউর রহমান বলেন, প্রথম আলো মানুষের সফলতার গল্প তুলে ধরতে চায়। এসডিজি বাস্তবায়নে প্রচারাভিযানের মতো কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হবে প্রথম আলো
ছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ৩৩
জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুইন লুইস বলেন, কর্মসংস্থানে বাংলাদেশ পিছিয়ে। শোভন কর্মসংস্থানের অভাব রয়েছে। দক্ষ জনশক্তি হিসেবে তরুণদের কাজে লাগাতে হবে
ছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ৩৩
উন্নয়নের ধারায় নারীকে যুক্ত করা না গেলে এসডিজি অর্জন কষ্টসাধ্য হবে বলে মনে করেন ইউএনডিপির প্রধান কারিগরি উপদেষ্টা ফকরুল আহসান
ছবি: শুভ্র কান্তি দাশ
৭ / ৩৩
অনুষ্ঠানে প্যানেল আলোচনা পর্ব সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক
ছবি: শুভ্র কান্তি দাশ
৮ / ৩৩
ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট শীলা তাসনীম হক বলেন, শোভন কাজের ক্ষেত্রে দক্ষতা ও যোগ্যতার সমন্বয় হওয়া প্রয়োজন
ছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ৩৩
সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য সাজেদা সাথী অংশ নেন অনুষ্ঠানে। পাশে দাঁড়িয়ে প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক
ছবি: শুভ্র কান্তি দাশ
১০ / ৩৩
এসডিজির লক্ষ্যমাত্রা নিয়ে বন্ধুসভার কার্যক্রম তুলে ধরেন জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায়
ছবি: শুভ্র কান্তি দাশ
১১ / ৩৩
আলোচনা পর্ব সঞ্চালনা করেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিক
ছবি: শুভ্র কান্তি দাশ
১২ / ৩৩
তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতার সঞ্চালনা করেন ইউএনডিপির এসসিফোরএসডিজি প্রকল্প সহযোগী ফারহানা রাজ্জাক
ছবি: খালেদ সরকার
১৩ / ৩৩
কর্মক্ষেত্রে নারীর চাহিদা সঠিকভাবে পূরণ হচ্ছে না বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হক
ছবি: শুভ্র কান্তি দাশ
১৪ / ৩৩
মনস্তাত্ত্বিক বৈষম্য দূর করা না গেলে এসডিজির মাধ্যমে বৈষম্য দূর করা সম্ভব হবে না বলে মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা
ছবি: শুভ্র কান্তি দাশ
১৫ / ৩৩
অতিথিদের সঙ্গে রচনা প্রতিযোগিতায় বিজয়ীরা
ছবি: শুভ্র কান্তি দাশ
১৬ / ৩৩
রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম বিভাগীয় পর্বের অনুষ্ঠানের বিভিন্ন স্থিরচিত্র ঘুরে দেখছেন অতিথিরা
ছবি: শুভ্র কান্তি দাশ
১৭ / ৩৩
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা হয়
ছবি: শুভ্র কান্তি দাশ
১৮ / ৩৩
বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন (বাঁ থেকে) সাবেক বিতার্কিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাওহীদা জাহান, সাবেক বিতার্কিক ও ই- সাউথ এশিয়ার সম্পাদক বুলবুল হাসান এবং সাবেক বিতার্কিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেবাশীষ কুণ্ডু কাকন
ছবি: খালেদ সরকার
১৯ / ৩৩
জাতীয় পর্বে অংশ নিতে সুদূর রাঙামাটি থেকে এসেছেন একদল বন্ধু
ছবি: খালেদ সরকার
২০ / ৩৩
মুক্ত আলোচনায় অংশ নিয়ে তৃতীয় লিঙ্গের রোহিণী বলেন, ‘আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী নই। আমাদের পিছিয়ে রাখা হয়েছে।’
ছবি: খালেদ সরকার
২১ / ৩৩
ক্ষুদ্র জাতিগোষ্ঠী বা অন্য নামে নয়, আদিবাসীদের স্বীকৃতি চান বান্দরবান থেকে আসা প্রীতম তঞ্চঙ্গ্যা
ছবি: খালেদ সরকার
২২ / ৩৩
বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ছবি: খালেদ সরকার
২৩ / ৩৩
পুরস্কার নিচ্ছেন বিতর্ক প্রতিযোগিতায় রানার্সআপ দল বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকেরা
ছবি: খালেদ সরকার
২৪ / ৩৩
‘জাগো বাংলাদেশ’ গানের তালে নৃত্য পরিবেশন করেন ঢাকা মহানগর বন্ধুসভার আনন্দিতা খান
ছবি: খালেদ সরকার
২৫ / ৩৩
গান পরিবেশন করেন সিলেট বন্ধুসভার জয়ীতা তালুকদার
ছবি: খালেদ সরকার
২৬ / ৩৩
সিলেট বন্ধুসভার সৌমেন রায়ের গানের সময় মঞ্চের সামনে বন্ধুদের আনন্দ-উল্লাস
ছবি: খালেদ সরকার
২৭ / ৩৩
রাঙামাটি বন্ধুসভার বন্ধুদের ‘উত্তন পেগে মেঘে মেঘে’ গান পরিবেশনা
ছবি: খালেদ সরকার
২৮ / ৩৩
ভরাট কণ্ঠে মঞ্চ মাতিয়ে তোলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার অনিক মিয়া
ছবি: খালেদ সরকার
২৯ / ৩৩
বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি উত্তম রায়ের হাতে ২০২৩ সালের ক্যালেন্ডার হস্তান্তর করেন সিলেট বন্ধুসভার বন্ধুরা
ছবি: খালেদ সরকার
৩০ / ৩৩
এসডিজি-৫ ‘লিঙ্গসমতা’ নিয়ে চট্টগ্রাম বন্ধুসভার নাটিকা প্রদর্শনী
ছবি: খালেদ সরকার
৩১ / ৩৩
এসডিজি-১৩ ‘জলবায়ু কার্যক্রম’ নিয়ে ঢাবি বন্ধুসভার মূকাভিনয়
ছবি: খালেদ সরকার
৩২ / ৩৩
চা-বাগানের শিক্ষার্থীরা লাঠিনৃত্য পরিবেশন করেন
ছবি: খালেদ সরকার
৩৩ / ৩৩
‘আজই বাংলাদেশের হৃদয় হতে’ গানের তালে সিলেট বন্ধুসভার মৌমিতা দাশের নৃত্য
ছবি: খালেদ সরকার