চলো জ্যোৎস্নায় ভিজি

হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মোৎসব উপলক্ষে ১৩ নভেম্বর, রাজধানীর কারওয়ান বাজার প্রথম আলো কার্যালয় সেজেছিল নীল আর হলুদে। পাশাপাশি বাকের ভাইয়ের সেই আঙুল দোলানোর ছন্দ, মুনার সরলতা আর মিসির আলির বুদ্ধিদীপ্ত চাহনিও মুগ্ধ করেছিল সবাইকে। এদিন প্রথম আলো বন্ধুসভার আয়োজন ‘চলো জ্যোৎস্নায় ভিজি’তে অংশগ্রহণ করতে বন্ধুরা হুমায়ূন আহমেদের সৃষ্ট বিভিন্ন চরিত্রে নিজেদের সাজিয়ে নিয়ে আসেন। উপস্থিত ছিলেন জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায়, নির্বাহী সভাপতি মৌসুমী মৌ ও সাধারণ সম্পাদক জাফর সাদিক।

১ / ২২
জান্নাতুল ফেরদৌস ও সালমান ফারসি উপস্থাপন করেন নীলু ও মিসির আলি চরিত্র
ছবি: তানজিলুল প্লানা
২ / ২২
বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের শীর্ষ নেতাদের সঙ্গে ক্যামব্রিয়ান বন্ধুসভার বন্ধুরা
ছবি: তানজিলুল প্লানা
৩ / ২২
নাটিকার একটি দৃশ্যে ঢাকা মহানগর বন্ধুসভার উপদেষ্টা মাহবুব পারভেজ ও হুমায়রা আনজুম
ছবি: তানজিলুল প্লানা
৪ / ২২
অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে জাতীয় পর্ষদের নির্বাহী সভাপতি মৌসুমী মৌর জন্মদিন উপলক্ষে কেক কাটা পর্ব
ছবি: তানজিলুল প্লানা
৫ / ২২
বন্ধুদের উদ্দেশে জাতীয় পর্ষদের সভাপতি উত্তম রায় বলেন, ‘আমরা মাসে অন্তত একটি করে হলেও বই পড়ব।’
ছবি: তানজিলুল প্লানা
৬ / ২২
হুমায়ূন আহমেদের কলমে এক অন্য রকম জাদু ছিল বলে মনে করেন জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিক
ছবি: তানজিলুল প্লানা
৭ / ২২
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ভক্ত এই বন্ধুরা
ছবি: তানজিলুল প্লানা
৮ / ২২
নাটিকা পরিবেশন করেন ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি সোলায়মান কবির ও শাহিদা আলম
ছবি: তানজিলুল প্লানা
৯ / ২২
আলাদিন আসাদ ও শারমিন তিশার র‍্যাম্প প্রদর্শনী
ছবি: তানজিলুল প্লানা
১০ / ২২
বাকের ভাই চরিত্রে তানজিলুল প্লানা
ছবি: মাইদুল ইসলাম
১১ / ২২
হিমু-রুপা চরিত্রে নিজেদের উপস্থাপন করেন হুমায়রা আনজুম ও গাজী আসিফ
ছবি: তানজিলুল প্লানা
১২ / ২২
‘যমুনার জল দেখতে কালো’ গানের তালে তাৎক্ষণিক নৃত্য পরিবেশন করেন উম্মে হাবিবা ও খাদিজা জান্নাত
ছবি: তানজিলুল প্লানা
১৩ / ২২
সাদাকালো সুন্দরের মাঝে গোলাপী কন্যা
ছবি: তানজিলুল প্লানা
১৪ / ২২
নিজের হাতে আঁকা দেয়ালিকা দেখাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু জান্নাতুল ফেরদৌস
ছবি: তানজিলুল প্লানা
১৫ / ২২
ঢাকা মহানগর বন্ধুসভার উপদেষ্টা মাহবুব পারভেজ ও খাদিজা জান্নাত পরিবেশন করেন একটি রম্য নাটিকা
ছবি: তানজিলুল প্লানা
১৬ / ২২
মৌসুমী মৌকে কাছে পেয়ে বন্ধুদের ছবি তোলার হিড়িক
ছবি: তানজিলুল প্লানা
১৭ / ২২
জাতীয় পর্ষদের সভাপতি উত্তম রায় ও ঢাকা মহানগর বন্ধুসভার উপদেষ্টা ফাল্গুনী মজুমদার
ছবি: তানজিলুল প্লানা
১৮ / ২২
কুসুস-মতি চরিত্রে খাদিজা জান্নাত ও গাজী আনিসের পরিবেশনা
ছবি: তানজিলুল প্লানা
১৯ / ২২
উপস্থিত বন্ধুদের একাংশ
ছবি: তানজিলুল প্লানা
২০ / ২২
অনুষ্ঠান সফল করার পেছনে যে বন্ধুদের পরিশ্রম রয়েছে
ছবি: তানজিলুল প্লানা
২১ / ২২
নাচে মুগ্ধতা ছড়িয়েছে
ছবি: তানজিলুল প্লানা
২২ / ২২
গ্রুপ ছবি না হলে অ্যালবাম অপূর্ণ থেকে যায়
ছবি: তানজিলুল প্লানা