এসডিজি প্রচারাভিযান ২০২২: সিলেট অঞ্চল

মানসিকতার পরিবর্তন না হলে বৈষম্য দূর করা যাবে না। আসলে নারী-পুরুষের বৈষম্যের বিষয়টি অনেক ক্ষেত্রেই পরিবার থেকে শুরু হয়। কর্মক্ষেত্রেও নারীরা সমান সুযোগ পাচ্ছেন না। এসডিজি বাস্তবায়নে সক্ষমতা দেখাতে হবে। যুবরা আন্তরিকতার সঙ্গে এই চেষ্টা করলে সফলতা আসবেই।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নিয়ে ২৬ নভেম্বর, সিলেটে প্রথম আলো ও ইউএনডিপির যৌথ আয়োজনে ‘এসডিজি প্রচারাভিযান-২০২২: যুব ও নারীদের প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তা’ শিরোনামে প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। এতে সহযোগিতা করেছে প্রথম আলো বন্ধুসভা। সকাল সাড়ে নয়টায় সিলেট নগরীর গরের পূর্ব শাহি ঈদগাহ এলাকার জেলা শিল্পকলা একাডেমি থেকে বের হওয়া শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এতে এসডিজি-সম্পর্কিত স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন পেশাজীবী ও সম্প্রদায়ের কয়েক শ মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রচারাভিযানের সফলতা কামনা করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জামাল উদ্দিন ভূঞা। বক্তব্য দেন সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, ইউএনডিপি বাংলাদেশের প্রধান কারিগরি উপদেষ্টা ফকরুল আহসান, প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী, ইউএনডিপির এসসিফোরএসডিজি প্রজেক্ট অ্যাসোসিয়েট ফারহানা রাজ্জাক, প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায় ও সিলেটের সভাপতি হুমায়রা জাকিয়া। এ পর্ব সঞ্চালন করেন বন্ধুসভার নির্বাহী সভাপতি মৌসুমী মৌ ও উপদেষ্টা ফাল্গুনী মজুমদার।

১ / ৩৫
এসডিজি প্রচারাভিযানের শোভাযাত্রা সিলেট নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে
ছবি: আনিস মাহমুদ
২ / ৩৫
শোভাযাত্রায় এসডিজি-সম্পর্কিত স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন পেশাজীবী ও সম্প্রদায়ের কয়েক শ মানুষ অংশ নেন
ছবি: আনিস মাহমুদ
৩ / ৩৫
ইউএনডিপি বাংলাদেশের প্রধান কারিগরি উপদেষ্টা ফকরুল আহসান বলেন, এসডিজি বাস্তবায়ন করতে যুবাদের নেতৃত্ব দিতে হবে
ছবি: আনিস মাহমুদ
৪ / ৩৫
মানসিকতার পরিবর্তন না হলে বৈষম্য দূর করা যাবে না বলে মনে করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জামাল উদ্দিন ভূঞা
ছবি: আনিস মাহমুদ
৫ / ৩৫
প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী বলেন, কেবল মেয়েদের সচেতন হলেই হবে না, ছেলেদেরও সচেতন হতে হবে
ছবি: আনিস মাহমুদ
৬ / ৩৫
সিলেট বন্ধুসভার বন্ধুদের দলীয় সংগীত পরিবেশনা
ছবি: আনিস মাহমুদ
৭ / ৩৫
চা-বাগানের শিক্ষার্থীরা লাঠিনৃত্য পরিবেশন করেন
ছবি: আনিস মাহমুদ
৮ / ৩৫
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায় বলেন, অর্থনীতিতে নারীদের স্বাবলম্বী হয়ে উঠতে হবে
ছবি: আনিস মাহমুদ
৯ / ৩৫
বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি উত্তম রায় বলেন, বন্ধুসভা সব সময় যুব ও নারীদের বলিষ্ঠ প্রতিনিধিত্ব নিয়ে কাজ করছে
ছবি: আনিস মাহমুদ
১০ / ৩৫
ইউএনডিপির এসসিফোরএসডিজি প্রজেক্ট অ্যাসোসিয়েট ফারহানা রাজ্জাক
ছবি: আনিস মাহমুদ
১১ / ৩৫
এসডিজি বাস্তবায়নে নারী-পুরুষ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে মনে করেন বন্ধুসভা জাতীয় পর্ষদের নির্বাহী সভাপতি মৌসুমী মৌ
ছবি: আনিস মাহমুদ
১২ / ৩৫
উপস্থিতির একাংশ
ছবি: আনিস মাহমুদ
১৩ / ৩৫
মুক্ত আলোচনায় অংশ নিয়ে নিজের মতামত তুলে ধরেন হুইলচেয়ার ব্যবহারকারীরাও
ছবি: আনিস মাহমুদ
১৪ / ৩৫
হিজড়া জনগোষ্ঠীর লোকেরাও অংশ নেন
ছবি: আনিস মাহমুদ
১৫ / ৩৫
চা-শ্রমিক পরিবারের সন্তানদের লেখাপড়া করার ক্ষেত্রে নানা সংকট নিয়ে কথা বলেন সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা-বাগানের বাসিন্দা মিতা গোয়ালা
ছবি: আনিস মাহমুদ
১৬ / ৩৫
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিন বিজয়ী ইয়ানা জাহান, রুদ্র রায় ও শ্রেয়সী দাশ
ছবি: আশফাকুর রহমান
১৭ / ৩৫
শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ
ছবি: আনিস মাহমুদ
১৮ / ৩৫
আলোচনা পর্ব সঞ্চালনা করেন ঢাকা মহানগর বন্ধুসভার উপদেষ্টা ফাল্গুনী মজুমদার
ছবি: আনিস মাহমুদ
১৯ / ৩৫
ছবি আঁকায় মনোযোগী শিশুরা
ছবি: আনিস মাহমুদ
২০ / ৩৫
নাটিকা পরিবেশনার একটি দৃশ্য
ছবি: আনিস মাহমুদ
২১ / ৩৫
সনদ হাতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা
ছবি: আশফাকুর রহমান
২২ / ৩৫
বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ছিলেন শাফিন উজ জামান, আল আসাদ মো. মাহমুদুল ইসলাম, ফাল্গুনী মজুমদার ও হাসান মাহমুদ
ছবি: আনিস মাহমুদ
২৩ / ৩৫
বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মহুয়া মৃণ্ময়
ছবি: আনিস মাহমুদ
২৪ / ৩৫
বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন রুপা দেবনাথ
ছবি: আনিস মাহমুদ
২৫ / ৩৫
বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন দারিহা মালিহাত
ছবি: আশফাকুর রহমান
২৬ / ৩৫
গান গেয়ে অনুষ্ঠানস্থল মাতিয়ে রাখেন শিল্পী জয়িতা তালুকদার
ছবি: আনিস মাহমুদ
২৭ / ৩৫
গান পরিবেশনা করেন লিংকন দাস
ছবি: আনিস মাহমুদ
২৮ / ৩৫
ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার দুই বন্ধুর মূকাভিনয় প্রদর্শনী
ছবি: আনিস মাহমুদ
২৯ / ৩৫
নাটিকা পরিবেশনার একটি দৃশ্য
ছবি: আনিস মাহমুদ
৩০ / ৩৫
বক্তব্য দেন সিলেট বন্ধুসভার সভাপতি হুমায়রা জাকিয়া
ছবি: আনিস মাহমুদ
৩১ / ৩৫
ভৈরব বন্ধুসভার বন্ধুরা
ছবি: আনিস মাহমুদ
৩২ / ৩৫
ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুরা
ছবি: আনিস মাহমুদ
৩৩ / ৩৫
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা
ছবি: আনিস মাহমুদ
৩৪ / ৩৫
সফল আয়োজনের পর সবাই খুশি
ছবি: আনিস মাহমুদ
৩৫ / ৩৫
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়ের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী
ছবি: আনিস মাহমুদ