নেতৃত্ব উন্নয়ন কর্মশালা

প্রথম আলো বন্ধুসভার বন্ধুদের মধ্যে নেতৃত্বের গুণাবলি আরও শাণিত করতে ‘নেতৃত্ব উন্নয়ন কর্মশালা’র আয়োজন করেছে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ। ২ মার্চ রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ের দশমতলার সভাকক্ষে দিনব্যাপী এই কর্মশালা চলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। আলোচক হিসেবে ছিলেন পারটেক্স স্টার গ্রুপের হেড অব বিজনেস সাঈদুল আজহার সারোয়ার, যোগাযোগবিশেষজ্ঞ টনি মাইকেল, আর্টিকেল নাইন্টিনের বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক শেখ মনজুর-ই-আলম এবং সাইকোথেরাপিস্ট ও ঢাকা মহানগর বন্ধুসভার সহসভাপতি মাহমুদা মুহসিনা বুশরা।

এ ছাড়া ‘নেতৃত্ব গঠনে বন্ধুসভা এবং আগামীর সম্ভাবনা’ বিষয়ে প্যানেল আলোচনায় কথা বলেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা মুমিত আল রশিদ, উত্তম রায় ও সভাপতি জাফর সাদিক। কর্মশালায় জাতীয় পরিচালনা পর্ষদ, ঢাকা মহানগর ও ঢাকার বিভিন্ন বন্ধুসভার অন্তত ৭০ বন্ধু অংশগ্রহণ করেন।

১ / ১৬
কর্মশালা শেষে আলোচক ও অতিথিদের সঙ্গে অংশগ্রহণকারীরা
ছবি: এস কে কাব্য
২ / ১৬
নেতৃত্ব নিয়ে বন্ধুসভার এমন আয়োজনের প্রশংসা করেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ
ছবি: এস কে কাব্য
৩ / ১৬
নেতৃত্ব এবং স্বেচ্ছাসেবায় নেতৃত্বের গুরুত্ব বিষয়ে আলোচনা করেন পারটেক্স স্টার গ্রুপের হেড অব বিজনেস সাঈদুল আজহার সারোয়ার
ছবি: এস কে কাব্য
৪ / ১৬
যোগাযোগবিশেষজ্ঞ টনি মাইকেল আলোচনা করেন নেতৃত্বের গুণাবলি এবং যোগাযোগ ও নেতৃত্ব বিষয়ে
ছবি: এস কে কাব্য
৫ / ১৬
আর্টিকেল নাইন্টিনের বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক শেখ মনজুর-ই-আলম আলোচনা করেন সংকটময় পরিস্থিতিতে নেতৃত্ব বিষয়ে
ছবি: এস কে কাব্য
৬ / ১৬
মনোযোগসহকারে পুরো সেশন উপভোগ করেন অংশগ্রহণকারীরা
ছবি: এস কে কাব্য
৭ / ১৬
প্যানেল আলোচনায় বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক
ছবি: এস কে কাব্য
৮ / ১৬
নেতৃত্ব ও মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন সাইকোথেরাপিস্ট এবং ঢাকা মহানগর বন্ধুসভার সহসভাপতি মাহমুদা মুহসিনা বুশরা
৯ / ১৬
প্যানেল আলোচনায় কথা বলছেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী
ছবি: এস কে কাব্য
১০ / ১৬
প্যানেল আলোচনায় কথা বলছেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা মুমিত আল রশিদ
ছবি: এস কে কাব্য
১১ / ১৬
প্যানেল আলোচনায় কথা বলছেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা উত্তম রায়
ছবি: এস কে কাব্য
১২ / ১৬
পারটেক্স স্টার গ্রুপের হেড অব বিজনেস সাঈদুল আজহার সারোয়ারকে বন্ধুসভার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান
ছবি: এস কে কাব্য
১৩ / ১৬
বন্ধুসভার পক্ষ থেকে যোগাযোগবিশেষজ্ঞ টনি মাইকেলকে সম্মাননা স্মারক প্রদান
ছবি: এস কে কাব্য
১৪ / ১৬
শেখ মনজুর-ই-আলমকে বন্ধুসভার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান
ছবি: এস কে কাব্য
১৫ / ১৬
সঞ্চালনা করেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের প্রশিক্ষণ সম্পাদক হাসান মাহমুদ সম্রাট
ছবি: এস কে কাব্য
১৬ / ১৬
অংশগ্রহণকারীদের সনদ প্রদান
ছবি: এস কে কাব্য