আন্তর্জাতিক নারী দিবসে বন্ধুসভার আয়োজন

‘গাহি সাম্যের গান’ শিরোনামে বিভিন্ন অঙ্গনের নারীদের সাহস, বিজয় ও সাফল্যের অভিজ্ঞতা শুনতে ৯ মার্চ বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ের সভাকক্ষে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ। অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় নারী বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। সভায় ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বন্ধুসভার বন্ধুরা অংশগ্রহণ করেন।

১ / ১৯
প্রথম আলোর কার্যালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রথম আলো বন্ধুসভার অনুষ্ঠান।
ছবি: আশরাফুল আলম
২ / ১৯
মানুষ হিসেবে সবাই মিলে একটি সুন্দর–সাম্যের পৃথিবী গড়তে চান বলে জানান প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক
ছবি: শেখ কাব্য
৩ / ১৯
প্রত্যেক মেয়েকে রাজনৈতিকভাবে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন
ছবি: শেখ কাব্য
৪ / ১৯
রেজুভা ওয়েলনেসের সিইও ডা. তৌহিদা রহমান ইরিন মনে করেন, সাফল্য পেতে হলে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে
ছবি: শেখ কাব্য
৫ / ১৯
দাঁতের চিকিৎসা পেশায় যাত্রাটা মোটেই সহজ ছিল না বলে জানান রেডিয়েন্ট স্মাইল অ্যাস্থেটিক লাউঞ্জের সিইও ডা. লায়লা নাজনীন
ছবি: শেখ কাব্য
৬ / ১৯
স্টার সিনপ্লেক্সের হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন লায়লা নাজনীন বলেন, ‘চাকরির ক্ষেত্রে নারীরা এখন অনেক এগোনো।’
ছবি: শেখ কাব্য
৭ / ১৯
হোম ম্যানেজমেন্টে নারীরা এগিয়ে থাকলেও হোটেল ম্যানেজমেন্টে কেন পিছিয়ে—এ বিষয়ে কথা বলেন আমারি ঢাকার সিনিয়র এইচআর এক্সিকিউটিভ নাদিয়া রিমু
ছবি: শেখ কাব্য
৮ / ১৯
প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন বলেন, ‘বন্ধুসভা একটা সাম্যের প্রতিষ্ঠান।’
ছবি: শেখ কাব্য
৯ / ১৯
নারী-পুরুষের সমতা নিশ্চিত করার জন্য সামাজিক সাম্য বা ন্যায়বিচার প্রতিষ্ঠা করা জরুরি এবং প্রথম আলো বন্ধুসভা এ বার্তাই ছড়িয়ে দিতে চায় বলে জানান জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক
ছবি: শেখ কাব্য
১০ / ১৯
দেশে নারী ও শিশুর প্রতি চলমান সহিংসতা নিয়ে কথা বলেন ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি ও সাইকোথেরাপিস্ট মাহমুদা মুহসিনা বুশরা
ছবি: শেখ কাব্য
১১ / ১৯
অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি
ছবি: শেখ কাব্য
১২ / ১৯
নারী ও পুরুষ মিলেই একটি সমাজ গড়ে ওঠে বলে মন্তব্য করেন বন্ধুসভা জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক
ছবি: শেখ কাব্য
১৩ / ১৯
বক্তব্য দেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের সভাপতি মির্জা সাকি
ছবি: শেখ কাব্য
১৪ / ১৯
কবিতা আবৃত্তি করে শোনান রয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আম্বারিন চৌধুরী
ছবি: শেখ কাব্য
১৫ / ১৯
বক্তব্য দেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি রুবাইয়াত সাইমুম চৌধুরী
ছবি: শেখ কাব্য
১৬ / ১৯
বক্তব্য দেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি মোহাম্মদ আলী ফিরোজ
ছবি: শেখ কাব্য
১৭ / ১৯
সাহস জোগানো ও প্রকৃত সুযোগ নিশ্চিত করলেই নারীরা আরও এগিয়ে যাবেন বলে মনে করেন বন্ধুসভা জাতীয় পর্ষদের অর্থ সম্পাদক নূরে আলম
ছবি: শেখ কাব্য
১৮ / ১৯
অতিথিদের কাছ থেকে পুরস্কার ও সনদ গ্রহণ করছেন জাতীয় নারী বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এ দ্বিতীয় রানারআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া তাবাসসুম রিচিকা
ছবি: শেখ কাব্য
১৯ / ১৯
আলোকিত নারীরা
ছবি: আশরাফুল আলম