বন্ধুত্বে বন্ধুসভার বর্ষসেরা

সারা বছরের বিভিন্ন কার্যক্রমের ভিত্তিতে ২০২২ সালের বর্ষসেরা ১০টি বন্ধুসভা নির্বাচন করা হয়েছে। তবে সবাই এত ভালো কাজ করেছে যে সেরা নির্বাচন করা কঠিন হয়ে যায়। তাই এবার ১২টি বন্ধুসভাকে পুরস্কৃত করা হয়েছে। বন্ধুসভাগুলো হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, চট্টগ্রাম, ভৈরব, সিলেট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রংপুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও ঝিনাইদহ।

এ ছাড়া বন্ধুসভা জাতীয় পর্ষদের আহ্বানে ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘পৃথিবী একটাই, আসুন গাছ লাগাই’ স্লোগান ধারণ করে আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসজুড়ে গাছের চারা রোপণ করেন বন্ধুরা। এ বছর ১৩০টি বন্ধুসভার মধ্যে সারা দেশের ৬৫টি বন্ধুসভা এ কর্মসূচিতে অংশগ্রহণ করে। এর মধ্যে ১০টি বন্ধুসভাকে সেরা হিসেবে নির্বাচন করা হয়েছে। বন্ধুসভাগুলো হলো চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, গাজীপুর, দিনাজপুর, রাজশাহী, পার্বতীপুর, রংপুর, জামালপুর ও বরিশাল বিশ্ববিদ্যালয়।

গত ৩০ ডিসেম্বর ২০২২, শুক্রবার ‘এসো মিলি জলধারায়’ শিরোনামে জাতীয় পরিচালনা পর্ষদের আয়োজনে বার্ষিক সভা ও আনন্দ আড্ডায় এই ২২টি বন্ধুসভার প্রতিনিধিদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়েছে।

১ / ২২
ক্রেস্ট ও সনদপত্র হাতে বর্ষসেরা ১০ বন্ধুসভা ও বৃক্ষরোপণে সেরা দশ বন্ধুসভার বন্ধুরা
ছবি: খালেদ সরকার
২ / ২২
উপস্থিতির দিক দিয়ে সবাইকে ছাপিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। বর্ষসেরা ১০-এর অন্যতম তারা
ছবি: খালেদ সরকার
৩ / ২২
সেরা ১০ বন্ধুসভার অন্যতম ঝিনাইদহ বন্ধুসভা। জাতীয় পর্ষদের সভাপতি উত্তম রায়ের হাত থেকে পুরস্কার নিচ্ছেন ঝিনাইদহের সাধারণ সম্পাদক অতনু বিশ্বাস
ছবি: খালেদ সরকার
৪ / ২২
বৃক্ষরোপণ ২০২২-এ সেরা ১০-এর অন্যতম ময়মনসিংহ বন্ধুসভা। ক্রেস্ট ও সনদ তুলে দিচ্ছেন জাতীয় পর্ষদের নির্বাহী সভাপতি মৌসুমী মৌ
ছবি: খালেদ সরকার
৫ / ২২
জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিকের হাত থেকে ক্রেস্ট ও সনদ নিচ্ছেন বৃক্ষরোপণে সেরা ১০-এর অন্যতম বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাধারণ সম্পাদক দেবাশীষ দাস
ছবি: খালেদ সরকার
৬ / ২২
বন্ধুসভা জাতীয় পর্ষদের সাবেক সভাপতি মুমিত আল রশিদের হাত থেকে বৃক্ষরোপণে সেরা ১০ বন্ধুসভা ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করছেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি আলী উজ্জামান নূর
ছবি: খালেদ সরকার
৭ / ২২
ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি সোলায়মান কবিরের হাত থেকে ক্রেস্ট ও সনদ গ্রহণ করছেন বৃক্ষরোপণে সেরা ১০-এর অন্যতম গাজীপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: খালেদ সরকার
৮ / ২২
সারা বছর নানা ব্যতিক্রমী কাজ করে বর্ষসেরা ১০-এ জায়গা করে নিয়েছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
ছবি: খালেদ সরকার
৯ / ২২
বৃক্ষরোপণে সেরা ১০-এর অন্যতম দিনাজপুর বন্ধুসভাকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন ঢাকা মহানগর বন্ধুসভার উপদেষ্টা ফাল্গুনী মজুমদার
ছবি: খালেদ সরকার
১০ / ২২
বৃক্ষরোপণে সেরা ১০-এর অন্যতম ঠাকুরগাঁও বন্ধুসভা
ছবি: খালেদ সরকার
১১ / ২২
‘পৃথিবী একটাই, আসুন গাছ লাগাই’, শিরোনামে বন্ধুসভার বৃক্ষরোপণ অভিযানে সেরা ১০-এর অন্যতম পার্বতীপুর বন্ধুসভা
ছবি: খালেদ সরকার
১২ / ২২
সুদূর রংপুর থেকে দুই বন্ধু এসেছেন বৃক্ষরোপণে সেরা ১০-এর পুরস্কার নিতে
ছবি: খালেদ সরকার
১৩ / ২২
জামালপুর বন্ধুসভাও বৃক্ষরোপণে সেরা ১০-এর অন্যতম
ছবি: খালেদ সরকার
১৪ / ২২
দারুণ সব কাজ করে বর্ষসেরা ১০ বন্ধুসভার অন্যতম হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
ছবি: খালেদ সরকার
১৫ / ২২
বৃক্ষরোপণের পর বর্ষসেরা ১০-এরও অন্যতম রংপুর বন্ধুসভা
ছবি: খালেদ সরকার
১৬ / ২২
বৃক্ষরোপণের পর বর্ষসেরা ১০-এ বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বাজিমাত
ছবি: খালেদ সরকার
১৭ / ২২
বছরব্যাপী আলোচনায় থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও বর্ষসেরা ১০ বন্ধুসভার অন্যতম
ছবি: খালেদ সরকার
১৮ / ২২
বর্ষসেরা ১০-এর অন্যতম চায়ের শহর সিলেট বন্ধুসভা
ছবি: খালেদ সরকার
১৯ / ২২
প্রতিবছর বর্ষসেরা ১০-এ থাকাটা যেন ভৈরব বন্ধুসভার অধিকার! ভালো কাজে তারা সব সময়ই এগিয়ে
ছবি: খালেদ সরকার
২০ / ২২
সব জায়গায় ময়মনসিংহ সেরা। বৃক্ষরোপণের পর এবার বর্ষসেরা ১০-এও।
ছবি: খালেদ সরকার
২১ / ২২
বন্দরনগরী চট্টগ্রাম কেন বাদ যাবে! বর্ষসেরা ১০-এর অন্যতম তারাও
ছবি: খালেদ সরকার
২২ / ২২
সেরা হওয়ার আনন্দ ভাগাভাগি করতে দল বেঁধে আনন্দ আড্ডায় আসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা
ছবি: খালেদ সরকার