২১ ডিসেম্বর ঢাকায় প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে বন্ধুসভার বন্ধুদের জন্য ইউএনডিপির ফিউচারন্যাশন প্রকল্পের আওতায় যোগাযোগদক্ষতা ও ডিজিটাল মার্কেটিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান হয়। ফিউচারন্যাশন প্রকল্পটিতে সহযোগিতা করছে গ্রামীণফোন। এতে ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোর বন্ধুসভার বন্ধুরা অংশ নেন।
প্রকল্পের আওতায় কোর্সটিতে নিবন্ধন করলেই বৃত্তি হিসেবে বন্ধুরা ব্রিটিশ কাউন্সিলের মডিউলে তৈরি কোর্সটি এ ওয়ান, এ টু, বি ওয়ান, বি টু, সি ওয়ান লেভেল পর্যন্ত পাঁচটি ধাপে শেষ করতে পারবেন। প্রতিটি ধাপ শেষে আলাদা সার্টিফিকেট দেওয়া হবে। সি ওয়ান লেভেল আইইএলটিএসের সমতুল্য। আর ডিজিটাল মার্কেটিং কোর্সটি বন্ধুসভার মাধ্যমেই শুরু হচ্ছে। কোর্স সমাপ্তকারীদের সিভি ফিউচারন্যাশনের মাধ্যমে ৭০-এর অধিক প্রতিষ্ঠানের কাছে চলে যাবে।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯