বন্ধুসভার মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালা

তরুণদের মন চঞ্চল ও সংবেদনশীল। তাঁরা বিষণ্নতায়ও ভোগে বেশি। তাই শরীরের মতো তরুণদের মনের যত্ন নেওয়া জরুরি। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ১৮ আগস্ট শুক্রবার মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। প্রথম আলো বন্ধুসভা ও ইউনিমেড ইউনিহেলথ এই কর্মশালার আয়োজন করে। দিনব্যাপী এই কর্মশালায় সারা দেশের ৮৩ জন বন্ধু যোগ দেন। তাঁদের মনের যত্ন কেন জরুরি, কীভাবে মনের যত্ন নিতে হয়, মাদক ও ইন্টারনেট আসক্তি দূর করা, সুন্দর জীবন ও বেঁচে থাকার আনন্দ ইত্যাদি নানা বিষয়ে প্রশিক্ষণ দেন প্রখ্যাত মনোশিক্ষাবিদ ও মনোরোগবিশেষজ্ঞরা।

১ / ২৫
প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের কথা মনোযোগ দিয়ে শুনছেন বন্ধুরা
ছবি: জাহিদুল করিম
২ / ২৫
কর্মশালা শেষে অতিথি ও আলোচকদের সঙ্গে অংশগ্রহণকারীরা
ছবি: জাহিদুল করিম
৩ / ২৫
সমস্যা এড়িয়ে না গিয়ে মোকাবিলা করার কথা বলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দীন আহমেদ
ছবি: জাহিদুল করিম
৪ / ২৫
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, বন্ধুসভা যত শক্তিশালী হবে, প্রথম আলো তত শক্তিশালী হবে
ছবি: জাহিদুল করিম
৫ / ২৫
মনের যত্নে মাদকের আসক্তি মুক্তির বিষয়ে কথা বলেন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক এম এ মোহিত কামাল
ছবি: জাহিদ ফেরদৌস
৬ / ২৫
মন ভালো রাখার উপায় নিয়ে কথা বলেন কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক
ছবি: খালেদ সরকার
৭ / ২৫
সমাজকে এগিয়ে নিতে হলে মানসিকভাবে ভালো থাকতে হবে বলে জানান ইউনিহেলথ ফার্মার বিপণন পরিচালক মুহাম্মদ শামীম আলম খান
ছবি: খালেদ সরকার
৮ / ২৫
মানসিক স্বাস্থ্য নিয়ে বন্ধুসভার উদ্যোগকে স্বাগত জানান জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক মো. ওয়াজিউল আলম চৌধুরী
ছবি: খালেদ সরকার
৯ / ২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, মানসিক সমস্যা শারীরিক সমস্যার মতোই
ছবি: জাহিদ ফেরদৌস
১০ / ২৫
মানসিক স্বাস্থ্য ব্যতীত স্বাস্থ্য হয় না বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সিফাত ই সাঈদ
ছবি: খালেদ সরকার
১১ / ২৫
ইউনিহেলথ ফার্মার বিপণন মহাব্যবস্থাপক সাফায়েত মাহমুদ বলেন, জীবন উপভোগ করা আনন্দের
ছবি: জাহিদুল করিম
১২ / ২৫
প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব উন্নয়ন কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান বলেন, ‘আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো বর্তমান
ছবি: খালেদ সরকার
১৩ / ২৫
বেঁচে থাকাটা আনন্দের বিষয় বলে মনে করেন মডেল ও অভিনেত্রী সোহানা সাবা
ছবি: শাকিব হাসান
১৪ / ২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রাশেদা রওনক খান বলেন, জীবনে চ্যালেঞ্জ আসবে। সেগুলো মোকাবিলা করেই সামনে এগিয়ে যেতে হবে
ছবি: খালেদ সরকার
১৫ / ২৫
বন্ধুদের উদ্দেশে বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি উত্তম রায় বলেন, হতাশ হওয়া যাবে না। সফলতা পেতে হলে ধৈর্য ধরতে হবে
ছবি: জাহিদুল করিম
১৬ / ২৫
বক্তব্য দেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা
ছবি: খালেদ সরকার
১৭ / ২৫
সারা দেশ থেকে আসা অংশগ্রহণকারী বন্ধুদের ধন্যবাদ জানান বন্ধুসভা জাতীয় পর্ষদের নির্বাহী সভাপতি মৌসুমী মৌ
ছবি: জাহিদুল করিম
১৮ / ২৫
সঞ্চালনা করেন বন্ধুসভা জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিক
ছবি: জাহিদুল করিম
১৯ / ২৫
সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করছেন ঢাকা মহানগরের বন্ধু পারিশা মেহজাবিন
ছবি: জাহিদ ফেরদৌস
২০ / ২৫
অতিথি ও আলোচকদের সম্মাননা প্রদান
ছবি: খালেদ সরকার
২১ / ২৫
গান পরিবেশন করেন ঢাকা মহানগরের বন্ধু হৃদয় সৈকত
ছবি: জাহিদ ফেরদৌস
২২ / ২৫
সনদ প্রদান পর্ব
ছবি: জাহিদুল করিম
২৩ / ২৫
অংশগ্রহণকারীদের জিজ্ঞাসা
ছবি: জাহিদুল করিম
২৪ / ২৫
শুভেচ্ছা বক্তব্য দেন মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালার সমন্বয়ক রেদোয়ান মাহমুদ রেজা
ছবি: খালেদ সরকার
২৫ / ২৫
অংশগ্রহণকারী বন্ধুরা
ছবি: জাহিদুল করিম