ঢাকার নদীকেন্দ্রিক মানুষের জীবনযাপনের আলোকচিত্র
ঢাকা প্রাক্-মোগল যুগে নদীপথের পাশে অবস্থানের কারণে স্থানীয় বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল। ১৬১০ খ্রিষ্টাব্দে রাজধানী হিসেবে প্রতিষ্ঠার পর থেকে ঢাকার মর্যাদা অক্ষুণ্ন রয়েছে। মাঝে ঘটে গেছে অনেক ঐতিহাসিক ঘটনা ও টানাপোড়েন। বৃহত্তর ঢাকাকে কেন্দ্র করে বুড়িগঙ্গা নদী, ধলেশ্বরী নদী, মেঘনা নদী, শীতলক্ষ্যা নদী, বালু নদ, টঙ্গী খাল ও তুরাগ নদ আবর্তিত হয়েছে।
সম্প্রতি আমরা ঢাকার চারপাশ নদীপথে ভ্রমণ করি। ৩০০ ফুট নিলা মার্কেট থেকে ট্রলারে চড়ে ইচাপুরা, রূপগঞ্জ, ডেমরা, কায়েতপাড়া, কাঁচপুর ব্রিজ, বন্দর, নারায়ণগঞ্জ, মুক্তারপুর ব্রিজ, মুন্সিগঞ্জ, পাগলা, সদরঘাট, বাদামতলী ঘাট, ওয়াইজঘাট, কামরাঙ্গীরচর, বছিলা ব্রিজ, ঢাকা উদ্যান, গাবতলী, কাউন্দিয়া, বিরুলিয়া ব্রিজ, পঞ্চবটী, আশুলিয়া, কামারপাড়া, টঙ্গী হয়ে আবার নিলা মার্কেটে এসেছি। মাঝে বুড়িগঙ্গা নদী, ধলেশ্বরী নদী, মেঘনা নদী, শীতলক্ষ্যা নদী, বালু নদ, টঙ্গী খাল ও তুরাগ নদ ভ্রমণ করেছি।
বৃহত্তর ঢাকার নদীকেন্দ্রিক মানুষের জীবনযাপন ও সংস্কৃতির আলোকচিত্র নদীপথে ট্যুর থেকে তোলা হয়েছে। ছবি তুলেছেন ফাত্তাহ তানভীর।