পারসোনাল ব্র্যান্ডিং কর্মশালা

নিজেকে প্রকাশ করার কৌশল নিয়ে প্রথম আলো বন্ধুসভার বিশেষ কর্মশালা ‘দ্য পাওয়ার অব পারসোনাল ব্র্যান্ডিং: ডিফাইন, ডিজাইন, ডেলিভার’। ২৫ জুলাই রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে কর্মশালা চলে বিকেল ৫টা পর্যন্ত। কর্মশালায় সারা দেশের বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা অংশগ্রহণ করেন। শেষে সবাইকে সনদ দেওয়া হয়। আয়োজন সহযোগী হিসেবে ছিল বাংলা–দেশি ফুডস লিমিটেড।

১ / ১২
কর্মশালা শেষে আলোচকদের সঙ্গে সনদ হাতে অংশগ্রহণকারীরা। ঢাকা, ২৫ জুলাই
ছবি: শেখ কাব্য
২ / ১২
শুভেচ্ছা বক্তব্যে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক বলেন, ‘এখন জগৎটাই পারসোনাল ব্র্যান্ডিংয়ের’
ছবি: শেখ কাব্য
৩ / ১২
‘এআই এবং ইয়ুথ’ বিষয়ে প্রশিক্ষণ দেন লেখক ও ইনফ্লুয়েন্সার সাদমান সাদিক
ছবি: শেখ কাব্য
৪ / ১২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক রাফিউদ্দিন আহমেদ বলেন, যে খাতে আপনি ভালো, সেটা নিয়ে কাজ করতে হবে। মানুষকে জানাতে হবে আপনি এই কাজটা করেন
ছবি: শেখ কাব্য
৫ / ১২
লেখক ও ব্র্যান্ড মার্কেটিং প্রফেশনাল প্রলয় হাসান আলোচনা করেন ‘ইয়োরসেলফ: ডিফাইন, ডিজাইন, ডেলিভার’ বিষয়ে
ছবি: শেখ কাব্য
৬ / ১২
প্রাত্যহিক জীবনে ভিজ্যুয়াল কমিউনিকেশন ও পারসোনাল ব্র্যান্ডিংয়ের গুরুত্ব নিয়ে কথা বলেন শিক্ষক ও ব্র্যান্ড মার্কেটিং প্রফেশনাল সামছুদ্দোহা সাফায়েত
ছবি: শেখ কাব্য
৭ / ১২
মার্কেটিং বিশেষজ্ঞ উত্তম রয় বলেন, পারসোনাল ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে কাজের দক্ষতা, অন্যের কাছে মূল্যায়ন ও বিশ্বাস জরুরি
ছবি: শেখ কাব্য
৮ / ১২
সততা, একনিষ্ঠতা আর মানবিকতা ব্র্যান্ডিংয়ের ভিত্তি বলে মনে করেন বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক
ছবি: শেখ কাব্য
৯ / ১২
বন্ধুসভা জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিকের সঞ্চালনায় ছিল প্যানেল আলোচনা
ছবি: শেখ কাব্য
১০ / ১২
সেশন শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো স্মরণীয় করে রাখতে মুঠোফোনে সেলফি তোলেন সাদমান সাদিক
ছবি: শেখ কাব্য
১১ / ১২
অংশগ্রহণকারীরা আলোচকদের নানা প্রশ্ন করেন। আলোচকরাও সেগুলোর উত্তর দেন
ছবি: শেখ কাব্য
১২ / ১২
কর্মশালা শেষে অনুভূতি জানাচ্ছেন বন্ধু প্রিয়াংকা
ছবি: শেখ কাব্য