প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’ শিরোনামে সারা দেশের অসংখ্য বন্ধুসভা ব্যতিক্রমী সব উদ্যোগ নিয়েছে। প্রতিবছরই প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে এই কর্মসূচি পালন করা হয়। এবার ১৩ অক্টোবর থেকে শুরু করে ৩১ অক্টোবর পর্যন্ত সারা দেশের অন্তত ৫৬টি বন্ধুসভা একটি করে ভালো কাজ করেছে।
প্রথম আলোর নামে রয়েছে প্রথম আলোর চর, প্রথম আলোর স্কুল, বন্ধু স্কুল, বন্ধু লাইব্রেরিসহ আরও কত-কী। বছরজুড়ে বন্ধুরা তাঁদের ভালো কাজের ধারা অব্যাহত রাখেন। নিজেদের অর্থায়নে প্রতিবছর অসহায় মানুষের মুখে সহমর্মিতার ঈদ কর্মসূচির মাধ্যমে হাসি ফোটান। পরিবেশ রক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ, বৃক্ষরোপণ, ডেঙ্গু প্রতিরোধ, বইমেলার আয়োজন, সেতুর সংযোগ সড়ক নির্মাণ, মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ, ত্রাণ বিতরণ, বিভিন্ন আত্মোন্নয়নমূলক কর্মশালা, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন, মানসিক স্বাস্থ্য নিয়ে কর্মসূচি, ক্যারিয়ার-বিষয়ক কর্মশালা, সর্বোপরি সমাজ, রাষ্ট্র ও বৈশ্বিক যেকোনো অসংগতির বিরুদ্ধে বন্ধুরা প্রতিবাদ করেন।