এসডিজি প্রচারাভিযান ২০২২: রাজশাহী অঞ্চল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৯ নভেম্বর সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এতে বিভিন্ন পেশাজীবী ও সম্প্রদায়ের মানুষ অংশ নেন। শোভাযাত্রায় ‘সমুদ্রদূষণ বন্ধ করি’, ‘নারীর প্রতি অবিচার বন্ধ করি’, ‘বাস্তুতন্ত্র রক্ষা করি’ ইত্যাদি প্ল্যাকার্ড ছিল অংশগ্রহণকারীদের হাতে। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে আলোচনা অনুষ্ঠান হয়।
প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার। আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ইলিয়াছ হোসেন, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ মোহা. হবিবুর রহমান, প্রথম আলোর হেড অব কালচারাল গ্রোগ্রাম কবির বকুল, ইউএনডিপি বাংলাদেশের প্রধান কারিগরি উপদেষ্টা ফকরুল আহসান, ইউএনডিপির এসসিফোরএসডিজি প্রজেক্ট অ্যাসোসিয়েট ফারহানা রাজ্জাক, প্রথম আলো রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায় প্রমুখ।