যেখানে বিকেল মানে জীবনের স্বাদ, চায়ের কাপে জমে ওঠে আড্ডা
গাজীপুরের জয়দেবপুরের উত্তরে মাত্র ১০ মিনিটের দূরত্বে, শহরের কোলঘেঁষে গড়ে উঠেছে এক নতুন বিনোদনকেন্দ্র—ফাকাইল। একসময় এলাকাটি ছিল প্রায় জনশূন্য, সন্ধ্যার পর কেউ আসত না। অথচ এখন ঠিক এই জায়গায় বিকেল থেকে রাত পর্যন্ত হাজার হাজার মানুষের পদচারণে মুখর হয়ে ওঠে।
ফাকাইলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। গাজীপুর শহরের মানুষের পাশাপাশি এখন ঢাকার প্রকৃতিপিপাসুরাও ছুটে আসেন এখানে। শহরের কোলাহল ছেড়ে একটু প্রশান্তি আর নির্মল সময় কাটানোর জন্য ফাকাইল হয়ে উঠেছে এক অনন্য গন্তব্য।
শহরের খুব কাছে গ্রামীণ পরিবেশ
জয়দেবপুর রেলস্টেশন থেকে মাত্র চার কিলোমিটার পথ। রাস্তাটি পেরোতে পেরোতেই চোখে পড়বে ভাওয়াল মধুপুরের জারুল ও শালবনের অংশ। শহরের এত কাছে থাকা এই গ্রামীণ পরিবেশ স্বস্তি এনে দেয় প্রকৃতি ভালোবাসা মানুষের মনে।
সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে হাজারো পাখির কলতান আর গাছপালার সবুজ ছায়া মিলিয়ে তৈরি হয় এক অনন্য আবহ। পাশ দিয়ে চলে গেছে ঢাকা-ময়মনসিংহ রেললাইন। ট্রেনের শব্দ আর চায়ের কাপে ধোঁয়া মিশে এক অন্য রকম অনুভূতি তৈরি করে।
খাবার আর আড্ডার মিলনমেলা
ফাকাইলের সবচেয়ে বড় আকর্ষণ এর ফুড কর্নারগুলো। রাস্তায় ঢুকতেই চোখে পড়বে চারদিকে সাজানো ছোট ছোট স্টল। প্রতিটি ফুড জোনের রয়েছে বাহারি নাম, আবার প্রতিটি দোকানের নামও ভিন্ন ভিন্ন। রং-বেরঙের আলোয় প্রতিটি দোকান যেন উৎসবমুখর হয়ে থাকে। এখানে পাওয়া যায় দেশি-বিদেশি অসংখ্য খাবারের আইটেম। বাঙালি খাবার থেকে শুরু করে ফাস্টফুড, চাইনিজ, এরাবিকসহ নানা ধরনের খাবার। শহরের তুলনায় এখানে খাবারের দাম অনেকটাই সস্তা।
সময় কাটানোর নতুন জায়গা
ফাকাইলে সন্ধ্যা হলেই জমে ওঠে আড্ডার আসর। তরুণরা গিটার হাতে গান গায়, কেউ কবিতা পড়ে, কেউ আবার বই হাতে চায়ের কাপে চুমুক দেয়। বন্ধুদের সঙ্গে কেউ লুডু বা দাবা খেলছে, কেউ–বা বসে আছে মাঠের ঘাসে। শিশুদের জন্য রয়েছে দোলনা আর ছোটদের খেলার ব্যবস্থা। সব মিলিয়ে পরিবার, বন্ধু বা প্রেমিক-প্রেমিকার জন্যও এটি হয়ে উঠছে শহরের পাশের এক মিলনমেলা।
ঢাকার মানুষও এখন ফাকাইলমুখী
গাজীপুরের মানুষের পাশাপাশি এখন ঢাকার মানুষের কাছেও ফাকাইলের নাম ছড়িয়ে পড়েছে। ঢাকার বিভিন্ন জায়গা থেকে মানুষ বিকেল হলেই ছুটে আসছেন গাজীপুরের এই গ্রামে। বিশেষ করে যাঁরা প্রকৃতি ভালোবাসেন কিংবা শহরের ব্যস্ততা থেকে একটু স্বস্তির খোঁজে থাকেন, তাঁদের জন্য এটি এখন অন্যতম জনপ্রিয় স্পট।
যেভাবে যাবেন
গাজীপুর জয়দেবপুর স্টেশন থেকে হেঁটে কলাপট্টি পেরিয়ে অটোরিকশায় করে সরাসরি ফাকাইলে যেতে পারবেন। সমরাস্ত্র কারখানা, টাঁকশাল, মেশিন টুলস ফ্যাক্টরির পাশ দিয়েও যাওয়া যায়। স্থানীয়ভাবে অনেকে জায়গাটিকে ‘ফাউকাল’ নামেও চেনেন।
দিন শেষে ক্লান্তি আর যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে চাইলে ফাকাইল হতে পারে আপনার পরের গন্তব্য। এখানে এসে কিছুটা সময় কাটালে মনে হবে প্রকৃতি, মানুষ আর আড্ডার মেলবন্ধন যেন এক জায়গায় এসে মিশেছে।
বন্ধু, গাজীপুর বন্ধুসভা