মৌমাছির অজানা তথ্য

মৌমাছিফাইল ছবি: রয়টার্স
মৌমাছি সম্পর্কে সবচেয়ে অবাক করা কথা বলেছেন বিখ্যাত মৌমাছিতত্ত্ববিদ প্রোকোপোভিচ। তাঁর কথায়, ‘যখন কোনো রানি মৌমাছি তাদের চাকের রীতিনীতি ভঙ্গ করে বা অন্য কোনো চাকের মৌমাছির সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করে, তখন পুরুষ মৌমাছিরা তাকে হুল ফুটিয়ে, পাখনা ছিঁড়ে, দম বন্ধ করে মেরে ফেলে।

মৌমাছি সামাজিক, কর্মঠ ও উপকারী পতঙ্গ হিসেবে পরিচিত। চলুন, মৌমাছি সম্পর্কে কিছু মজার তথ্য জেনে নেওয়া যাক।

• মৌমাছির আবির্ভাব হয়েছিল আদিম মানুষের জন্মের সাড়ে পাঁচ কোটি বছর আগে। প্রাচীন গুহাবাসী মানুষের শিল্পকলার মধ্যে বিখ্যাত বাইক্রপের ‘ক্যুপা দ্য লা আরানা’র একটি গুহাচিত্রে আদিম মানুষের মধু সংগ্রহের চিত্রকলা দেখা যায়।

• নির্ভয়তা আর শৃঙ্খলার প্রতীক মনে করায় মিসরের ফারাওদের উপাধিফলকেও মৌমাছির ছবি দেখা যায়। এমন ঘটনাও শোনা যায় যে রাশিয়ার সম্রাট বা জারের আমলে জনগণের কাছ থেকে খাজনা হিসেবে মধু ও মোম সংগ্রহ করা হতো।

• অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বর্তমান রাশিয়ার তৎকালীন ইউক্রেন প্রদেশের বাসিন্দা প ই প্রোকোপোভিচ প্রথম কৃত্রিম ফ্রেমে মৌ চাষের পদ্ধতি আবিষ্কার করেন।

• মৌমাছির বেগ ঘণ্টায় ১৫-১৬ মাইল এবং তারা ৮ মাইল পর্যন্ত একটানা উড়তে পারে।
• একটি রানি মৌমাছি একবারে ১৮ থেকে ২০টি পুরুষ মৌমাছির সঙ্গে মিলন করে থাকে এবং একবারে দুই থেকে আড়াই হাজার ডিম দিয়ে থাকে।

• ২০১২ সালে এক গবেষণায় গবেষকেরা দেখেন যে মৌমাছি মানুষের মুখের ছবি মনে রাখতে পারে এবং পরে দেখলে সে মুখ চিনতেও পারে।

• একটি মধু সংগ্রহকারী মৌমাছি ১ সেকেন্ডে ২০০ বার তার ডানা ঝাপটায়; যার ফলে মৌমাছি ওড়ার সময় ভোঁ ভোঁ শব্দ হয়।

• প্রতিটি মৌমাছির ১৭০টি সুগন্ধি রিসেপটর আছে, যা দ্বারা সে বিভিন্ন ফুল শনাক্ত করতে পারে এবং প্রয়োজনমতো খাবার ও মধু সংগ্রহ করতে পারে।

• অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ভন ফ্রিচের গবেষণায় দেখা যায়, একধরনের নাচের মাধ্যমে মৌমাছিরা কোথায় সেরা ফুল খুঁজে পাওয়া যাবে বা কোথায় পান করার জল পাবে ইত্যাদি তথ্য তাদের সহযোগীদের কাছে পৌঁছে দেয়। একে মৌমাছির নৃত্য বা (Waggle Dance) বলে।

• গরমকালে বাসার তাপমাত্রা যাতে বেড়ে না যায়, সে জন্য কিছু কর্মী মৌমাছি বাইরে থেকে জল এনে বাসার ভেতর ছিটিয়ে দেয়; আরেক দল সঙ্গে সঙ্গে ডানা নেড়ে হাওয়া করতে থাকে। এ ছাড়া কম বয়সী শ্রমিক মৌমাছিরা নিজেদের দেহের দ্বারা কুঠুরি থেকে তাপ শুষে নিয়ে বাইরে উড়ে গিয়ে সেই তাপ ছেড়ে দেয়। একে বলে হিট শিল্ডিং।

মৌমাছি সম্পর্কে সবচেয়ে অবাক করা কথা বলেছেন বিখ্যাত মৌমাছিতত্ত্ববিদ প্রোকোপোভিচ। তাঁর কথায়, ‘যখন কোনো রানি মৌমাছি তাদের চাকের রীতিনীতি ভঙ্গ করে বা অন্য কোনো চাকের মৌমাছির সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করে, তখন পুরুষ মৌমাছিরা তাকে হুল ফুটিয়ে, পাখনা ছিঁড়ে, দম বন্ধ করে মেরে ফেলে।