শুধু লিখতেই চায় এমন শতাধিক বন্ধুর অংশগ্রহণে এক অনন্য আয়োজন—লেখক বন্ধু উৎসব। দেশের প্রতিটি প্রান্ত থেকে লেখালেখিতে আগ্রহী বন্ধুদের লেখার দক্ষতা বৃদ্ধি, সৃজনশীলতার বিকাশ, পারস্পরিক বন্ধন গড়ে তোলা এবং নিজের লেখার প্রতি আত্মবিশ্বাসী করে তোলার লক্ষ্য নিয়ে দ্বিতীয়বারের মতো এই উৎসবের আয়োজন করতে যাচ্ছে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ।
উৎসবের আগেই হয়ে গেল প্রস্তুতির এক অসামান্য অভিজ্ঞতা—চার পর্বের ভার্চ্যুয়াল লেখালেখি কর্মশালা। ২৮ ও ২৯ মে এবং ১ ও ৫ জুন—এই চার দিনে শতাধিক লেখক বন্ধু যুক্ত হয়েছিলেন অনলাইনে। ময়মনসিংহ বন্ধুসভা থেকে আমরা পাঁচজন বন্ধু নিবন্ধন করে অংশ নিয়েছিলাম।
প্রতিটি দিন ছিল একেকটি আলাদা আলোর অভিজ্ঞতা। প্রথম পর্বে প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন ফিচার লেখার জাদুকাঠির কথা শেখালেন। জানালেন—ফিচার যেন হয় সময়ের দর্পণ। পাঠক যেন পড়েই বলে ওঠে, ‘সময় নষ্ট হয়নি’। সুমনা শারমীন জানালেন, ফিচার লেখা উল বোনার মতো। প্রতিটি শব্দ, বাক্য, অনুচ্ছেদ একে অপরের সঙ্গে গেঁথে থাকতে হবে। কোথাও ফাঁক থাকলে পাঠকের মন সেখানেই ছিঁড়ে যাবে।
দ্বিতীয় পর্বে কবি কামরুজ্জামান কামু কবিতা লেখার নানা কলাকৌশল, ছন্দ, অলংকার, উপমাসহ ধ্বনির বিন্যাস সম্পর্কে মৌলিক ধারণা দেন। বাস্তব জীবনে নানা অভিজ্ঞতা মনে স্থান দিতে হবে। তিনি আরও বলেন, কবিতার শিকড় খুঁজে পেতে হয় নিজের ভেতরে। কবিতা লিখতে হলে চাই আরও বেশি কবিতা পড়া, চাই মানুষের সঙ্গে মিশে যাওয়া, চাই জীবনের গল্প শোনা।
তৃতীয় পর্বে গল্প লেখার বিষয়বস্তু শেখান মনোরোগ চিকিৎসক ও কথাসাহিত্যিক মোহিত কামাল। প্রথমেই আমাদের উদ্দেশে বলেন, গল্পকার হতে চাইলে আত্মবিশ্বাস দরকার। লিখতে হবে নিয়মিত, থামা যাবে না। সাহিত্য পড়তে হবে, বাস্তববাদী কল্পনার বিকাশ ঘটাতে হবে। তিনি আরও বলেন, আদর্শ ছোটগল্প তিন থেকে চার হাজার শব্দের হতে পারে। শুরু, মধ্য এবং একটি ইঙ্গিতময় শেষ—এই তিনভাগে গাঁথা একটি গল্প পাঠকের মনে রেখে যায় অতৃপ্তির সুর।
চতুর্থ পর্বে প্রথম আলোর হেড অব ডিপ নিউজ রাজীব আহমেদ শিখিয়েছেন রিপোর্টিংয়ের জীবন্ত পাঠ। জানালেন ফাইভ ডব্লিউ এইচ (Who, What, When, Where, Why, How) এবং ইনভার্টেড পিরামিড কাঠামোর কথা। পাশাপাশি আরও বলেন—সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে, বক্তৃতা মনোযোগ দিয়ে শুনতে হবে, নাম ও পরিচয় জানতে হবে, আর নিতে হবে ভালো নোট। সাংবাদিকের বড় গুণ হলো—নিউজ সেন্স।
বিভিন্ন ধরনের প্রতিবেদন লেখার বিষয় নিয়ে রাজীব আহমেদ আরও বলেন, সংবাদে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো শুরুতে দিতে হবে এবং শেষ করতে হবে কম গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে। সব ক্ষেত্রে এ নিয়ম অবশ্য প্রযোজ্য নয় উল্লেখ করে তিনি বলেন, বিশেষ প্রতিবেদন, সরেজমিন প্রতিবেদন, বিশ্লেষণধর্মী প্রতিবেদন, মানবিক প্রতিবেদন—এসব প্রতিবেদনে ইনভার্টেড পিরামিড কাঠামো আবশ্যক নয়।
আগামী ১১ জুলাই, শুক্রবার। প্রথম আলো কার্যালয় সকাল ৯টা থেকে ভরে উঠবে শব্দের উষ্ণতায়। কেউ নিজের প্রথম গল্পটি পড়ে শোনাবে, কেউ বুকের কাছে চেপে রাখা কবিতা খুলে ধরবে। কারও চোখে থাকবে দ্বিধা—আমার লেখাগুলো কি এখানে টিকে থাকবে?
এই প্রশ্নগুলো আমারও। জানি না, জনসমক্ষে কীভাবে বলব, জানি না অন্যরা কেমন লেখে। তবু যাব—কৌতূহল আর জানার আগ্রহ নিয়ে। বুঝতে চাই, শিখতে চাই, জানতে চাই—লেখার পেছনের আলো-আঁধারির গল্পগুলো।
সভাপতি, ময়মনসিংহ বন্ধুসভা