জীবনের একঘেয়েমি দৌড়ঝাঁপে, পড়াশোনার চাপে যখন দম বন্ধ হয়ে যায় চার দেয়ালের মধ্যে, তখন প্রকৃতি হাতছানি দিয়ে ডাকে। সেমিস্টার ব্রেকের সুবর্ণ সুযোগে বিশ্ববিদ্যালয়ের বন্ধু এবং বড় ভাইয়েরা মিলে আমরা সিদ্ধান্ত নিলাম এবার প্রকৃতির কাছে হারিয়ে যাব, জীবনকে নতুন করে অনুভব করব।
যাত্রার শুরু
গন্তব্য মিরিঞ্জা ভ্যালি (বান্দরবান)—পাহাড় আর মেঘের মিলনক্ষেত্র, প্রকৃতির এক অপূর্ব শিল্পকর্ম। রাতের ট্রেনে শুরু হলো আমাদের স্বপ্নের যাত্রা। রেলগাড়ির ছন্দময় তালের সঙ্গে তাল মিলিয়ে চলল গান, গল্প আর অবিরাম আড্ডা। জানালার পাশে বসে দেখছিলাম কীভাবে শহরের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে অন্ধকারে, আর আমরা এগিয়ে চলেছি নতুন সূর্যোদয়ের দিকে।
পাহাড়ের আলিঙ্গনে, মিরিঞ্জা ভ্যালির পথে
চান্দের গাড়িতে পাহাড়ি পথের রোমাঞ্চকর যাত্রা। আঁকাবাঁকা পথ বেয়ে ওঠার সময় চারদিকের দৃশ্য যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা ছবি। সবুজের সমারোহ, মেঘের খেলা, আর পাহাড়ের নীরব মহিমা—সবকিছু মিলে এক অভূতপূর্ব অনুভূতি।
মিরিঞ্জা ভ্যালিতে পৌঁছে আমরা উঠলাম মারাইংছা হিল রিসোর্টের জুমঘরে। সত্যিই মনে হচ্ছিল যেন আকাশের বুকে একটি বাড়ি গড়ে তোলা হয়েছে। চারদিকে শুধু সবুজ আর নীল, মেঘ আর পাহাড়ের এক অপূর্ব মেলবন্ধন। রাতে সবাই মিলে গান গাইলাম, গল্প করলাম, জীবনের সেরা মুহূর্তগুলো উপভোগ করলাম।
মিরিঞ্জা ঝরনা, প্রকৃতির সান্নিধ্যে
মিরিঞ্জা ঝরনার পাশে দাঁড়িয়ে মনে হলো প্রকৃতি যেন তার সবচেয়ে সুন্দর গানটি শোনাচ্ছে। পাহাড়ের গা বেয়ে নেমে আসা স্বচ্ছ জলধারা, পানির কলকল শব্দ—সবকিছু মিলে এক স্বর্গীয় পরিবেশ। সবাই মিলে ঝরনায় পা ডুবিয়ে বসলাম, জীবনের সব ক্লান্তি যেন ধুয়ে গেল শীতল জলে। প্রকৃতির এই নিঃশব্দ আলিঙ্গনে মনের সব কোলাহল শান্ত হয়ে গেল।
সমুদ্রের ডাক
এক রাত পাহাড়ের কোলে কাটানোর পর আমরা রওনা দিলাম কক্সবাজার। মেরিন ড্রাইভে চান্দের গাড়িতে ঘুরে দেখলাম পাটুয়ারটেক, লাল কাঁকড়ার বিচ, হিমছড়ি পাহাড়। প্রতিটি জায়গা যেন প্রকৃতির এক একটি অনন্য উপহার।
কক্সবাজার সমুদ্রসৈকতে দাঁড়িয়ে অনুভব করলাম জীবনের বিশালতা। ঢেউয়ের গর্জন, অসীম নীলিমা, আর বালুর নরম স্পর্শ। সবকিছু মিলে এক মোহনীয় অভিজ্ঞতা। সমুদ্রের কাছে দাঁড়িয়ে মনে হলো জীবনের সব সমস্যা কত ছোট, কত তুচ্ছ।
চিন্তামুক্ত দুটি দিন ছিল সম্পূর্ণ মুক্তির। কোনো কাজের চাপ নেই, কোনো চিন্তা নেই, কোনো বাধ্যবাধকতা নেই। শুধু হাসি, গান, আর প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার আনন্দ। এই অনুভূতি যে কত মূল্যবান, তা ভ্রমণ না করলে বোঝা সত্যিই কঠিন।
বন্ধু, ঢাকা মহানগর বন্ধুসভা