জাতীয় পর্যায়ে রচনা প্রতিযোগিতায় বন্ধু তাসমিয়ার সাফল্য

রায়গঞ্জ বন্ধুসভার বন্ধু তাসমিয়া তাসনিমছবি: সংগৃহীত

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে রচনা লিখন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে রায়গঞ্জ বন্ধুসভার বন্ধু তাসমিয়া তাসনিম। গ বিভাগে (একাদশ থেকে স্নাতক ও সমমান) অংশ নিয়ে সে এ সফলতা অর্জন করে। প্রতিযোগিতাটির আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গত ১৯ জুন বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশনস) অতিরিক্ত ডিআইজি মো. বশির আহমেদ ও উপপরিচালক (অপারেশনস) মো. বজলুর রহমান স্বাক্ষরিত ফলাফল বিবরণী থেকে বিষয়টি জানা যায়। ১ জুলাই বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রুহুল আমিন তাঁর দপ্তরে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।

তাসমিয়া তাসনিম রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। একই বিভাগে প্রথম হয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাঈদ আহম্মেদ ও দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফারিয়া আক্তার।

অর্জনে দারুণ উচ্ছ্বসিত তাসমিয়া তাসনিম বলে, ‘বিজয়ীদের মধ্যে আমিই কনিষ্ঠ। খুবই ভালো লাগছে প্রথমবার জাতীয় পর্যায়ে রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে সফলতা অর্জন করায়। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সেই সঙ্গে ধন্যবাদ জানাই কলেজের শিক্ষক ও মা–বাবাকে।’

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজ পরিচালনা কমিটির সভাপতি চিকিৎসক মো. কামরুল হাসান মুরাদ বলেন, ‘উপজেলা পর্যায়ের একজন শিক্ষার্থী সারা দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নিয়ে সফলতা অর্জন করেছে, বিষয়টি গৌরবের।’

সভাপতি, রায়গঞ্জ বন্ধুসভা