স্থানীয় শহীদ দিবসে সৈয়দপুর বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলি

স্থানীয় শহীদ দিবসে সৈয়দপুর বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলিছবি: বন্ধুসভা

নীলফামারীর সৈয়দপুরের স্থানীয় শহীদ দিবস ১২ এপ্রিল। স্থানীয় শহীদ দিবসে ‘স্মৃতি অম্লান’ চত্বরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন সৈয়দপুর বন্ধুসভার বন্ধুরা।
এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম, বন্ধুসভার সভাপতি রাকিব হাসান, সহসভাপতি শ্রাবণী আক্তার, সাধারণ সম্পাদক আহসান হাবিব, বন্ধু আয়শা আফিয়া, ইমরান নিজাম, তাহমিন বিন আরিফ প্রমুখ।

স্থানীয় শহীদ দিবসে সৈয়দপুর বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলি
ছবি: বন্ধুসভা

১৯৭১ সালের বিভিন্ন সময় তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য জিকরুল হক, তুলসীরাম আগরওয়ালা, সামছুল হক, বদিউজ্জামান, এস এম ইয়াকুব আলী, রেলওয়ে কর্মকর্তা আয়েজ উদ্দিন, যমুনা প্রসাদ কেডিয়া, রামেশ্বরলাল আগরওয়ালা, নারায়ণ প্রসাদ প্রমুখকে ধরে সৈয়দপুর সেনানিবাসে হাত-পা বেঁধে রাখা হয়। এরপর ১২ এপ্রিল রংপুর সেনানিবাসের উত্তর পাশে নিসবেতগঞ্জ বধ্যভূমিতে চোখ বেঁধে তাঁদের গুলি করে হত্যা করা হয়।
পাশাপাশি ১৯৭১ সালের ১৩ জুন ট্রেনে নিরাপদে ভারতে পৌঁছানোর কথা বলে এ শহরের ৪৭৮ জন মাড়োয়ারি শিশু, নারী ও পুরুষকে রেলওয়ে কারখানার প্রাচীরসংলগ্ন উত্তর প্রান্তে গোলাহাট নামের স্থানে নির্মমভাবে হত্যা করে নরপিশাচ অবাঙালি ও পাকিস্তানি সেনারা।