সুবিধাবঞ্চিত ৪০ শিশুকে নাটোর বন্ধুসভার রঙিন জামা বিতরণ

সুবিধাবঞ্চিত ৪০ শিশুকে নাটোর বন্ধুসভার রঙিন জামা বিতরণছবি: বন্ধুসভা

নাটোর বন্ধুসভার বন্ধুদের নিজস্ব অর্থায়নে ঈদের আগে রঙিন পোশাক উপহার পেল সুবিধাবঞ্চিত ৪০ জন শিশু।
২৯ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় নাটোর শহরের রেলওয়ে স্টেশনে নাটোর বন্ধুসভার সভাপতি প্রভাষক সেলিম রেজার নেতৃত্বে স্টেশন এলাকার ১ থেকে ১০ বছরের ৪০ সুবিধাবঞ্চিত, দুস্থ শিশুর মধ্যে রঙিন পোশাক বিতরণ করা হয়।

সুবিধাবঞ্চিত ৪০ শিশুকে নাটোর বন্ধুসভার রঙিন জামা বিতরণ
ছবি: বন্ধুসভা

শুক্রবার সকালে বন্ধুরা সব শিশুকে একত্র করে রঙিন পোশাক দিয়ে তাদের মুখে হাসি ফোটায়। এ সময় উপস্থিত ছিলেন নাটোর বন্ধুসভার উপদেষ্টা প্রথম আলোর নাটোর প্রতিনিধি আইনজীবী মুক্তার হোসেন, নাটোর বন্ধুসভার সভাপতি প্রভাষক সেলিম রেজা, সাধারণ সম্পাদক সুজন কুমার শীল, সহসভাপতি, সোহাগ হোসেন, মাহবুব রহমান, প্রচার সম্পাদক শিশির কুমার, যুগ্ম সম্পাদক মণিকা পারভীন, শাহ আলম শেখ, প্রিন্স কর্মকার, দেবাশীষ সরকার, সুমন হোসেন, সামিয়া সুগন্ধা, বিউটি পারভিন, মনিরা আক্তার, আলামিন, শিপন আলী, ইমাম হাসান, ইমাম হোসেনসহ অন্য বন্ধুরা।
সন্তানদের রঙিন পোশাক দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর জন্য বন্ধুসভার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অভিভাবকেরা।