সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কেরানীগঞ্জ বন্ধুসভার ফল বিতরণ

ফল হাতে সুবিধাবঞ্চিত শিশুরাছবি: বন্ধুসভা

দেশে ফলের মৌসুম চলছে। যাঁদের আর্থিক অবস্থা ভালো, তাঁরা কিনে খাচ্ছেন। আর যাঁদের গাছ আছে, তাঁদের কিনতে হচ্ছে না। কিন্তু শহরে এমন অসংখ্য মানুষ ও শিশু রয়েছে, যাদের ফল খাওয়ার সামর্থ্য নেই। সুবিধাবঞ্চিত এমন শিশুদের নিয়ে এবার ফল উৎসব করেছে কেরানীগঞ্জ বন্ধুসভা।

সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে কেরানীগঞ্জ বন্ধুসভার ফল বিতরণ
ছবি: বন্ধুসভা

১১ জুন (শনিবার) বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় ক্যাফে বুড়িগঙ্গার কাছে ফল উৎসব অনুষ্ঠিত হয়। এ আয়োজনে অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে মৌসুমি ফল আম, লিচু, পেয়ারা ও আনারস খাওয়ানো ও বিতরণ করেন বন্ধুরা।

উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ বন্ধুসভার সভাপতি রেবেকা সুলতানা ঊর্মি, সহসভাপতি তানজিমা নুসরাত, শামসুন্নাহার শিরীন, নারীবিষয়ক সম্পাদক বহ্নি শিখা দাস, দপ্তর সম্পাদক আনাস আহমেদ, ক্যাফে বুড়িগঙ্গার পরিচালক মামুন হোসেন প্রমুখ।