সিনেমার গান নিয়ে ভৈরব বন্ধুসভার বর্ণিল আয়োজন

সিনেমার গান নিয়ে ভৈরব বন্ধুসভার বর্ণিল আয়োজন
ছবি: বন্ধুসভা

দিনটি ২৯ জানুয়ারি, শনিবার। ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যা ৭টা ৩০ মিনিট। সমবেত কণ্ঠে ভেসে এল রেডিও যুগ থেকে জনপ্রিয়তার তালিকায় থাকা ‘এই যে দুনিয়া কিসের লাগিয়া/ এত যত্নে গড়াইয়াছেন সাঁই’ লোক গানটি। ভৈরব বন্ধুসভার পরিবেশনায় ‘সিনেমার গান’ শিরোনামে সংগীতানুষ্ঠানের সূচনা হয় সমবেত কণ্ঠে এই গান পরিবেশনের মধ্য দিয়ে। গানের আসর বসে প্রথম আলোর ভৈরব কার্যালয়ে। পুরো আয়োজন ভৈরব বন্ধুসভার ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচার হয়।

এরপর বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা সিদ্দিকা গেয়ে শোনান ১৯৬৭ সালে নির্মিত ‘আয়না ও অবশিষ্ট’ ছবিতে ব্যবহৃত সৈয়দ শামসুল হকের লেখা ‘যার ছায়া পড়েছে, মনেরও আয়নাতে’ গানটি।

সিনেমার গান নিয়ে ভৈরব বন্ধুসভার বর্ণিল আয়োজন
ছবি: বন্ধুসভা

পল্লীকবি জসীমউদ্‌দীনের লেখা অমর গান ‘প্রাণ সখিরে ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে’ গেয়ে শোনান বন্ধু আরতি পাল। অশ্রু দিয়ে লেখা ছবির ‘ও পাখি তোর যন্ত্রণা’ বহুল জনপ্রিয় গানটিতে কণ্ঠ দেন প্রপা জামান। রংবাজ ছবির গান ‘সে যে কেন এল না, কিছু ভালো লাগে না’ পরিবেশিত হয় মাহমুদা তমার কণ্ঠে। একে একে বন্ধুরা মোট ১০টি গান গেয়ে শোনান।

সিনেমার গান নিয়ে ভৈরব বন্ধুসভার বর্ণিল আয়োজন
ছবি: বন্ধুসভা

অন্যদের মধ্যে কণ্ঠ দেন বন্ধু শরিফুল ইসলাম, অর্ণব সাহা, রিফাত হোসেন, রাসেল রাজ, মহিমা মেধা, সানি মোল্লা, নদী ও জান্নাত। যন্ত্রসংগীতে ছিলেন শারফিন আলম ও জাকির হোসেন। সঞ্চালনায় ছিলেন সহসভাপতি প্রিয়াংকা ও সাধারণ সম্পাদক ছিদরাতুল রশিদ।

সিনেমার গান নিয়ে ভৈরব বন্ধুসভার বর্ণিল আয়োজন
ছবি: বন্ধুসভা

গান নিয়ে প্রতিক্রিয়া দেন প্রথম আলোর ভৈরব কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, উপদেষ্টা আলাল উদ্দিন, নূর-এ লাইলা, জাহিদুল হক, জনি আলম, রাকিব হোসেন, আসাদুজ্জামান সোহেল, আরাফাত ভূঁইয়া, সভাপতি সুমাইয়া হামিদ, আল আমিন তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়রা তাসনিম, সাবেক সভাপতি ইকরাম বখশ প্রমুখ।

সিনেমার গান নিয়ে ভৈরব বন্ধুসভার বর্ণিল আয়োজন
ছবি: বন্ধুসভা

সভাপতি সুমাইয়া হামিদ বলেন, ‘ভৈরব বন্ধুসভা প্রতিবছরই কর্মমুখর পার করে। গড়ে ছোট–বড় আয়োজন সংখ্যা ৫০। কিন্তু গান নিয়ে আলাদা করে খুব বেশি আয়োজন নেই আমাদের। গেল বছর গান নিয়ে ‘‘বন্ধুর গান’’ শিরোনামে পৃথক আয়োজন ছিল। অনলাইনে সেটি সাড়া ফেলে। আগের আয়োজনের আবেদন দেখে এবার বছরের শুরুতেই নিয়ে এলাম ‘‘সিনেমার গান’’।’

সিনেমার গান নিয়ে ভৈরব বন্ধুসভার বর্ণিল আয়োজন
ছবি: বন্ধুসভা