রাবি বন্ধুসভার প্রীতি বিতর্ক ‘প্রেমের পূর্ণতা বিরহে, প্রাপ্তিতে নয়’

রাবি বন্ধুসভার প্রীতি বিতর্ক ‘প্রেমের পূর্ণতা বিরহে, প্রাপ্তিতে নয়’
ছবি: বন্ধুসভা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বন্ধুসভার আয়োজনে বিশ্ব ভালোবাসা দিবসে প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আয়োজিত বিতর্কের বিষয় নির্ধারণ করা হয় ‘এই সংসদ মনে করে, প্রেমের পূর্ণতা বিরহে, প্রাপ্তিতে নয়’।

সন্ধ্যা সাতটায় প্রীতি বিতর্ক অনুষ্ঠানটি রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ফেসবুক পেজ থেকে সরাসরি প্রচারিত হয়। বিতর্ক অনুষ্ঠানে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা মহানগর বন্ধুসভার সাবেক সভাপতি উত্তম রায়। বিতর্ক অনুষ্ঠান সঞ্চালনা করেন রাবি বন্ধুসভার সাধারণ সম্পাদক সিফাত হোসেন।

বিতর্কের সরকারি দলে ছিলেন সাওদা জামান, এম এ আজিজ ও মামুনুজ্জামান স্নিগ্ধ। বিরোধী দলে ছিলেন একরামুল ইসলাম, আশরেফা আফরিন ও হাদীউল ইসলাম।

প্রীতি বিতর্ক অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিতর্ক সংগঠন গোল্ড বাংলাদেশ।