রাঙ্গুনিয়া বন্ধুসভার ঈদ উপহার

রাঙ্গুনিয়া বন্ধুসভার ঈদ উপহারছবি: বন্ধুসভা

প্রথম আলো বন্ধুসভার ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচিতে শামিল হতে ৩০ জন সুবিধাবঞ্চিত শিশুসহ নানা বয়সী মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে নতুন জামা দিয়েছে রাঙ্গুনিয়া বন্ধুসভা। ২ মে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদর ইছাখালী, গোডাউন, মরিয়মনগর ও সৈয়দবাড়ী এলাকায় নতুন জামা বিতরণ করেন বন্ধুসভার বন্ধুরা। নতুন জামা পেয়ে দারুণ খুশি বিভিন্ন বয়সী শিশুরা। শিশু জয়নালের মা রূপা আকতার বলেন, ‘জয়নাল নতুন জামা গায়ে দিয়ে এবার ঈদ করবে। সে অনেক খুশি। নতুন জামা পেয়ে তার খুশিতে আমারও ভালো লাগছে।’

রাঙ্গুনিয়া বন্ধুসভার ঈদ উপহার
ছবি: বন্ধুসভা

রাঙ্গুনিয়া বন্ধুসভার আহ্বায়ক শিক্ষক মো. আবু সায়েম বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের খুঁজে বের করে ঈদ উপহার হিসেবে নতুন জামা বিতরণ করা হয়। বিভিন্ন এলাকায় গিয়ে কারা ঈদের জামা কিনেনি খোঁজ নিয়ে সুবিধাবঞ্চিত কোমলমতি শিশুদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ নিয়েছি। শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে বন্ধুদের ভালো লাগছে।’
নতুন জামা বিতরণের সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া বন্ধুসভার যুগ্ম আহ্বায়ক সুকন্যা বিশ্বাস প্রান্তিকা, সদস্যসচিব আজগর আলী, শিক্ষকমোরশেদুল ইসলাম, মাহাবুবুল আলম সিকদার, নিউটন বড়ুয়া ও দৈনিক প্রথম আলোর রাঙ্গুনিয়া প্রতিনিধি।