বন্ধুসভা জাতীয় পর্ষদ ও ঢাকা মহানগরের অভিষেক

বন্ধুসভা জাতীয় পর্ষদ ও ঢাকা মহানগরের অভিষেক।
ছবি: খালেদ সরকার

প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ ২৩ মার্চ বুধবার কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ে সন্ধ্যা সাতটায় আয়োজন করে অভিষেক অনুষ্ঠান। অনুষ্ঠানে জাতীয় পরিচালনা পর্ষদ ২০২২-২৩ ও মহানগরী কমিটি ২০২২-এর অভিষেক হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, কিআর সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক, উপদেষ্টা মুনির হাসান, শান্তা তাওহিদা ও অন্যরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন নতুন-পুরোনো কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য বন্ধুরা। বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের নতুন সভাপতি উত্তম রায়, নির্বাহী সভাপতি মৌসুমী মৌ, সাধারণ সম্পাদক জাফর সাদিকসহ সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন বিদায়ী সভাপতি ও বর্তমান উপদেষ্টা মুমিত আল রশিদ এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। মহানগর কমিটির সভাপতি সোলাইমান কবির, সাধারণ সম্পাদক রেদোয়ানসহ সব সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

শুরুতে বন্ধুদের উদ্দেশে বক্তব্য দেন সম্পাদক মতিউর রহমান। তিনি বন্ধুদের নির্দিষ্ট কিছু কাজের কথা বলেন। বলেন প্রত্যাশা ও প্রত্যয়ের কথা। গত কমিটি থেকে নতুন কমিটি আরও ভালো কাজ করে বন্ধুসভাকে এগিয়ে নিয়ে যাবে—এ প্রত্যাশা করেন। উপদেষ্টা মুনির হাসান বলেন বন্ধুসভাকে এগিয়ে নিয়ে যাওয়ার গল্প। বক্তব্য দেন কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক। তাঁর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য বন্ধুদের অনুপ্রাণিত করে। বন্ধুদের কী করতে হবে, কী করা যাবে না, তা তুলে ধরেন।

অনুষ্ঠানে সবাই নিজের পরিচয় দেন এবং এক মিনিট করে কথা বলেন। বন্ধুসভার সব বন্ধু একসঙ্গে পরিবেশন করেন সাইদুজ্জামান রওশন রচিত বন্ধুসভার থিমসং। গান পরিবেশ করেন জাতীয় পরিচালনা পর্ষদের বন্ধু পৌলমি অদিতি। নতুন কমিটির সব সদস্যকে শপথ পাঠ করান আনিসুল হক। নৈশভোজের মধ্য দিয়ে রাত সাড়ে নয়টায় অভিষেক অনুষ্ঠান শেষ হয়।