খেটে খাওয়া মানুষেদের জন্য ঈদের উপহার

ইউনিভার্সিটি বন্ধুসভা পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিয়েছে অসহায় মানুষের সঙ্গে।ছবি: বন্ধুসভা

প্রথম আলো বন্ধুসভার নিয়মিত ঈদ আয়োজন ‘সহমর্মিতার ঈদ’। ২৮ এপ্রিল বুধবার ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিয়েছে অসহায় মানুষের সঙ্গে।
তাদের এবারের আয়োজন ছিল একটু ভিন্ন। খেলতে হবে মজার একটি খেলা। জিতে গেলেই পেয়ে যাবেন ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার পক্ষ থেকে ঈদের বিশেষ উপহার। বন্ধুসভার পক্ষ থেকে আরও একটি সফল আয়োজন সম্পন্ন হলো।

ইউনিভার্সিটি বন্ধুসভা পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিয়েছে অসহায় মানুষের সঙ্গে।
ছবি: বন্ধুসভা

যেখানে বৃদ্ধ রিকশাচালকদের বন্ধুসভা ঈদ উপলক্ষে বাজার করে দিয়েছে। অনুষ্ঠানটি আকর্ষণীয় করে তুলতে তাদের সঙ্গে বন্ধুসভার বন্ধুরা মজার একটি খেলা খেলে। নির্দিষ্ট একটি স্থান থেকে তিন কদম সামনে যেতে হবে। এই দূরত্বে বন্ধুসভার বন্ধুদের থেকে এগিয়ে থাকতে পারলেই বৃদ্ধ রিকশাচালকেরা পেয়ে যাবেন ঈদসামগ্রী।
এভাবেই সবার সঙ্গে মজার খেলা খেলে এসব বৃদ্ধ বাবার হাতে ঈদসামগ্রী পৌঁছে দিয়েছে ইস্টার্ন বন্ধুসভার বন্ধুরা।