কেশবপুরে সুবিধাবঞ্চিত শিশুরা পেল রঙিন জামা ও সেমাই–চিনি

কেশবপুর বন্ধুসভার উদ্যোগ।ফাইল ছবি

যশোরের কেশবপুরে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেল রঙিন জামা ও সেমাই-চিনি। কেশবপুর বন্ধুসভার উদ্যোগে শুক্রবার সকালে শিশুদের হাতে উপহার তুলে দেওয়া হয়।
কেশবপুর কলেজ মাঠে শিশুরা আসে বাবা-মায়ের হাত ধরে। সেখানে সুবিধাবঞ্চিত ১৫ শিশুকে তুলে দেওয়া হয় ঈদের রঙিন জামা। সেই সঙ্গে দেওয়া হয় সেমাই-চিনি। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর নাগরিক সমাজের আহ্বায়ক আবু বকর সিদ্দিকী, প্রধান শিক্ষক স্বপন মণ্ডল, প্রথম আলো প্রতিনিধি দিলীপ মোদক, উদীচীর নাট্য সম্পাদক কামরুল ইসলাম, বন্ধুসভার সাবেক সভাপতি শরিফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান।
রঙিন জামা পেয়ে সামিয়া জানায়, এ জামা পরে সে ঈদের মাঠে যাবে।