কুষ্টিয়া বন্ধুসভার চড়ুইভাতি

কুষ্টিয়া বন্ধুসভার চড়ুইভাতিছবি: বন্ধুসভা

‘চড়ুইভাতি’ নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ছোটবেলার আনন্দময় দিনগুলোর স্মৃতি। পাড়ার খেলার সঙ্গীরা মিলে চাঁদা ওঠানো, একেকজনের বাড়ি থেকে ভিন্ন ভিন্ন উপকরণ নিয়ে রান্নার আয়োজন করা হতো। বাবুর্চি একজন, বাকিরা সবাই তাকে সহযোগিতা করত। আর যারা থাকত, তারা বিভিন্ন ধরনের মজার খেলায় মেতে উঠত।

ছেলেবেলার স্মৃতির মাঝে হারিয়ে যেতে তেমনই একটি দিন অতিবাহিত করেছেন কুষ্টিয়া বন্ধুসভার বন্ধুরা। ১০ জুন দিনব্যাপী কুষ্টিয়ার ‘রেইনউইক বাঁধে’ চড়ুইভাতি উৎসব করেছে কুষ্টিয়া বন্ধুসভা। বিভিন্ন ধরনের মজার খেলা ও গল্প-আড্ডায় বন্ধুদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে ছেলেদের ‘টিপ পরানো’, মেয়েদের ‘চেয়ার সিটিং’ খেলাসহ নানা ধরনের মজার ইভেন্ট হয়েছে। আর আমন্ত্রিত অতিথিদের জন্য ছিল ঐতিহ্যবাহী হাড়ি ভাঙার খেলা।

মধ্যাহ্নভোজের বিরতির পর শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এ পর্বে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসানের সঞ্চালনায় খেলাধুলার ইভেন্ট ও লটারিতে বিজয়ীদের নাম ঘোষণা ও তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া বন্ধুসভার উপদেষ্টা ও কুষ্টিয়া মেডিকেল কলেজের জ্যেষ্ঠ মেডিসিন বিশেষজ্ঞ ডা. এ এস এম মুসা কবির, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলুসহ আরও অনেকে।

লেখা: সভাপতি, প্রথম আলো বন্ধুসভা, কুষ্টিয়া