আনন্দময় প্রশিক্ষণে নবীন বন্ধুদের বরণ

অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি হাসান মাহমুদ
ছবি: বন্ধুসভা

গ্যালারিভর্তি নবীন বন্ধু। তাঁদের চোখেমুখে শেখার স্বপ্ন। উৎসুক চাহনিতে ঝলমল করছে নতুন কিছু আবিষ্কারের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী তাঁরা। এসেছেন প্রথম আলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভায় বরণীয় হতে।

২৫ জুন, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনারকক্ষ একঝাঁক তরুণ বন্ধুর মিলনমেলায় পরিণত হয়েছিল। বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠানের শুরুতেই নবীনদের উদ্দেশে বক্তব্য দেন ঢাকা মহানগর বন্ধুসভার সাধারণ সম্পাদক রেদওয়ান রেজা।

উপস্থিত অতিথি ও বন্ধুরা
ছবি: বন্ধুসভা

এর আগে নতুনদের মধ্যে বন্ধুত্বের শাশ্বত সৌন্দর্য ফুটিয়ে তুলতে ১৬ জুন সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত চরকির ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব চলচ্চিত্র প্রদর্শিত হয়।

প্রশিক্ষণ পর্ব
ছবি: বন্ধুসভা

শনিবারের মূল আয়োজনে তরুণদের মধ্যে পাবলিক স্পিকিংয়ের ভীতি কাটাতে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ও সংবাদ উপস্থাপক জাফর সাদিক একটি কর্মশালা পরিচালনা করেন। পরে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেন পিএফ‌ইসি গ্লোবালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মাহমুদা খানম। শেষে তরুণ সাংবাদিক মাইদুল ইসলাম কনটেন্ট রাইটিং বিষয়ে ঘণ্টাব্যাপী কর্মশালা পরিচালনা করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবির উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে একটি মননশীল তরুণ সম্প্রদায় গঠনে অবদান রাখায় বন্ধুসভাকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ তরুণেরা। তরুণদের বিশ্ববিদ্যালয়ে এসে নিজেদের সমৃদ্ধ করতে হবে। তবেই একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করতে পারবে।

সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

জাফর সাদিক নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো বড় পরিসরে এসে নিজেকে মেলে ধরতে পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কাজে তরুণদের মনোনিবেশ করতে হবে।

হাসান মাহমুদ বলেন, মননশীল একটি প্রজন্ম, যাঁরা সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিকসহ সব ক্ষেত্রে সমানভাবে সচেতন। এমন একটি মানবিক সমাজ গঠনে বন্ধুসভা সব সময় সচেষ্ট। তরুণদের মধ্যে প্রাণের সঞ্চার এনে বর্তমান প্রতিযোগিতাপূর্ণ পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে নিজেদের।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক রিদিতা তাহসিন অদিতি।

পুরো আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল উচ্চশিক্ষা ও অভিবাসন পরামর্শক প্রতিষ্ঠান পিএফইসি গ্লোবাল। সন্ধ্যায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীনবরণের আয়োজন শেষ হয়।

সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা