চাঁপাইনবাবগঞ্জে বিতর্ক কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে বিতর্ক কর্মশালায় আলোচনা করেন জাতীয় পরিচালনা পর্ষদের প্রশিক্ষণ সম্পাদক হাসান মাহমুদ
ছবি: বন্ধুসভা

বিতর্ক ভালো মানুষ হতে শেখায়, বিনয়ী ও সহনশীল হতে শেখায়। মানুষকে শুভ কাজে টেনে আনার সবচেয়ে বেশি ক্ষমতা ভালো কথার। আর বিতর্ক হচ্ছে ভালোভাবে কথা বলার বিদ্যা।

২৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক কর্মশালায় এ কথা বলেন বক্তারা। চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে এই কর্মশালায় শহরের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বন্ধুসভার বন্ধুরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের প্রশিক্ষণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক হাসান মাহমুদ সম্রাট ও রুয়েট ডিবেটিং ক্লাবের সভাপতি তানভীর আহমেদ।

বিতর্ক কর্মশালায় আলোচনা করেন রুয়েট ডিবেটিং ক্লাবের সভাপতি তানভীর আহমেদ
ছবি: বন্ধুসভা

সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. মোজাহারুল ইসলাম। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া ও তাদের যুক্তিসংগত কথা বলতে সাহায্য করবে বিতর্ক চর্চা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন যেন সার্থক হয়, সে কামনা করি।’

স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা শফিকুল আলম, মনোয়ারা খাতুন ও লক্ষ্মীপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিক্রিয়া জানায় তানভির আহমেদ, আহনাফ শাহরিয়ার ও লিমা খাতুন।

শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রশিক্ষকেরা
ছবি: বন্ধুসভা

বিতার্কিক হাসান মাহমুদ সম্রাট বলেন, ‘আজকের কর্মশালায় উপস্থিত শিক্ষার্থীরা অনেক প্রাণবন্ত। তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। এটি ভালো দিক। তাদের আগ্রহ দেখেই বোঝা যাচ্ছে, সবাই ভালো বিতার্কিক হতে চায়।’

রুয়েট ডিবেটিং ক্লাবের সভাপতি তানভীর আহমেদ বলেন, ‘একজন ভালো বিতার্কিকের বৈশিষ্ট্য হলো যেকোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকা। সেই সঙ্গে যুক্তি দিয়ে কথা বলা। আজকের কর্মশালায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর আগ্রহ দেখে মনে হচ্ছে, আরও কয়েক দিন সবার সঙ্গে থাকি।’ এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে আবারও বিতর্ক কর্মশালায় অংশ নিতে চান বলে আগ্রহ প্রকাশ করেন। পরে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রশিক্ষকেরা।

জাতীয় সংগীত পরিবেশন
ছবি: বন্ধুসভা

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম বলেন, ‘শিক্ষার্থীদের বিতর্কে দক্ষতা থাকা খুবই প্রয়োজন। তারাই দেশের ভবিষ্যৎ। একজন বিতার্কিক সব সময় যুক্তি দিয়ে হাসিমুখে কথা বলতে পারেন। শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেকে গড়ে তুলতেই আমাদের এ উদ্যোগ।’

কর্মশালা বাস্তবায়নে সহযোগিতা করেন বন্ধুসভার সহসভাপতি মো. আসাদুজ্জামান, সহসাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক সাঈদ মাহমুদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আয়েস উদ্দিন, ম্যাগাজিন সম্পাদক আনিফ রুবেদ, বইমেলা সম্পাদক ওজিফা খাতুন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, বন্ধু আল মাহমুদ, সৈয়দ নাফিউল ইসলাম, মাসরুফা খাতুন, সিফা বিনতে হাবিব, নাজিফা আনজুম, জোবায়ের আহমেদ, আহমেদ ওয়ালিদ, শাকিল হোসেন, মঈন আহমেদ, সাকিব হাসান, রাকিবুল হাসানসহ অন্য বন্ধুরা।

জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা