‘মানবিক, সৎ, প্রতিবাদী ও দক্ষ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার একটি প্ল্যাটফর্ম হচ্ছে প্রথম আলো বন্ধুসভা। এখানে বন্ধুরা স্বেচ্ছাশ্রম দেন, অন্যের বিপদে এগিয়ে আসেন। দেশের যেকোনো দুর্যোগে মানুষের পাশে এসে দাঁড়ান। নিয়মিত সাহিত্যচর্চার মাধ্যমে নিজেদের জ্ঞানের পরিধি বাড়ান।’
১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধু সমাবেশে এ কথা বলেন বক্তারা। দিনব্যাপী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিনোদনকেন্দ্র সাফিনা পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছিল আনন্দ আড্ডা, ঐতিহ্যবাহী গম্ভীরা প্রদর্শন, কবিতা আবৃত্তি, নাচ ও গান পরিবেশনা, আলোচনা এবং ২০২৪ সালে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বার্ষিক প্রতিবেদন প্রকাশ, খেলাধুলা ও পুরস্কার বিতরণ। এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে সেরা বন্ধুদের সম্মাননা প্রদান করা হয়।
সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর মহান ভাষা আন্দোলনে শহীদ, মুক্তিযুদ্ধে শহীদ ও গণ–অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন বন্ধুরা। বন্ধুসভার থিম সংগীতের ছন্দে নৃত্য পরিবেশন করেন পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল হাসান ও বন্ধু ফারিহা খান।
স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। একক নৃত্য পরিবেশন করেন বন্ধু ফারিহা খান। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দেখা’ কবিতা আবৃত্তি করেন উপদেষ্টা আজিজুর রহমান। স্বরচিত কবিতা আবৃত্তি করেন ম্যাগাজিন সম্পাদক নাহিদুল হক। কবি আবু জাফর মো. সালেহর ‘এখনো কিছু মানুষ’ কবিতাটি আবৃত্তি করেন দপ্তর সম্পাদক মেঘলা খাতুন। গান পরিবেশন করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ফাবিহা ফারজানা। বক্তব্য দেন উপদেষ্টা জহিরুল ইসলাম, আজিজুর রহমান ও অর্থ সম্পাদক আলীউজ্জামান নূর।
দুপুরে মধ্যাহ্নভোজের বিরতির পর অনুষ্ঠিত হয় বিভিন্ন গ্রামীণ খেলাধুলা। বিজয়ীদের পুরস্কার হিসেবে উপহার দেওয়া হয় বই। এরপর ২০২৪ সালে পাঠচক্রে সর্বোচ্চ অংশগ্রহণকারী চারজন বন্ধুর হাতে ‘সাহিত্য বন্ধু’ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ‘সেরা বন্ধু’ হিসেবে উপদেষ্টা আনোয়ার হোসেন, ‘সেরা সংগঠক’ হিসেবে আলীউজ্জামান নূর এবং ‘সেরা নেতৃত্ব’ হিসেবে আরাফাত মিলেনিয়ামকে সম্মাননা দেওয়া হয়।
শেষে বন্ধুসভার কার্যক্রম নিয়ে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা প্রদর্শন করেন বন্ধু রাকিবুল হাসান ও উৎস আসেফ।
অর্থ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা