বর্ষার ঝুমঝুম ছন্দে কদম ফুটুক সবার প্রাণে

গান পরিবেশন করছেন দুই বন্ধু
ছবি: বন্ধুসভা

‘বর্ষার ঝুমঝুম ছন্দে কদম ফুটুক সবার প্রাণে’ স্লোগানে ২২ জুলাই বসেছিল বর্ষাবন্দনার আয়োজন। চট্টগ্রাম নগরীর জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে বসে এই আনন্দ আয়োজন। ‘বর্ষাবন্দনা’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম বন্ধুসভা।

গ্রীষ্মের তীব্র দাবদাহে প্রকৃতির যখন নাভিশ্বাস ওঠে, তখন বাংলার প্রকৃতিতে অঝোর বর্ষণ নিয়ে আসে বর্ষাকাল। যদিও-বা আমাদের এই যান্ত্রিক শহুরে জীবনে বর্ষার বাস্তব রূপ জলাবদ্ধতা, কর্দমাক্ত পিচ্ছিল পথ, আরও কত দুর্ভোগ। কিন্তু সুরের আবেশ, নূপুরের ছন্দ, কবিতার পঙ্‌ক্তিমালা যাঁদের আবেগ আপ্লুত করে, বর্ষার প্রকৃতির মোহনীয় রূপে তো তাঁরা পাগলপ্রায় হবেনই। তাই বৈঠকি ঢঙে বসেছিল চট্টগ্রাম সভার এ আয়োজন।

সন্ধ্যা সাতটায় আসর শুরু হয় তিথি তালুকদারের হারানো দিনের গান দিয়ে। কবিতা আবৃত্তি পরিবেশনায় ছিলেন কামরান চৌধুরী, সিয়াম ইলাহি, নূর শান ও বর্হি শিখা। পুরো গ্যালারিকে সুরের আবেশে মোহাবিষ্ট করে রাখে অংকিতা আচার্যের গান। একক নৃত্য পরিবেশন করেন প্রান্তিকা ভৌমিক ও রুমিলা বড়ুয়া।

অনুষ্ঠান শেষে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

এ ছাড়া কথামালায় অংশ নেন চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা শিহাব জিশান, যুগ্ম সাধারণ সম্পাদক জয়শ্রী মজুমদার, বন্ধু তৃষা বড়ুয়া, মৃত্তিকা রক্ষিত ও ফাতেমা তুজ জোহরা। সবশেষে আবৃত্তিশিল্পী সেলিম রেজা সাগরের অনুভূতি প্রকাশ ও কবিতা পরিবেশনার মাধ্যমে শেষ হয় আয়োজন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রুমিলা বড়ুয়া। সমন্বয়কারী ছিলেন ফাহিম উদ্দিন, মাসুদ রানা ও ইসরাত জাহান।