প্রথম আলো আছে মানুষের হৃদয়ে

আলোচনা সভায় বক্তব্য রাখছেন অতিথিরা
ছবি: বন্ধুসভা

প্রথম আলো এখন শুধু পত্রিকা নয়, একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার শুরু থেকেই সাহসের সঙ্গে সমাজের নিপীড়িত মানুষের কথা বলে যাচ্ছে। কখনো কারও কাছে মাথা নত করেনি। সাহসী সাংবাদিকতার কারণেই প্রথম আলো আজ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডি এম আবদুল বারী।

নওগাঁ শহরের মুক্তির মোড় শহীদ মিনার প্রাঙ্গণে সুধী সমাবেশ, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে নওগাঁ বন্ধুসভা।

সাংস্কৃতিক পরিবেশনা
ছবি: বন্ধুসভা

নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ যারা পরিবেশন করে, তারাই টিকে থাকে। মানুষের মনে স্থান করে নেয়। প্রথম আলো সেই জায়গাটুকু তৈরি করে নিয়েছে।’

তরুণ কৃষি উদ্যোক্তা সোহেল রানা বলেন, ‘প্রথম আলো প্রিন্ট ও ডিজিটাল—সব জায়গায় সফলতার সঙ্গে ভিন্নধর্মী কাজ করে যাচ্ছে। নানা রকম কনটেন্ট তারা পরিবেশন করছে। প্রতিদিন সকালে প্রথম আলো হাতে পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকি।’

আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক পর্বে বন্ধুরা নাচ ও গান পরিবেশন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি ওমর ফারুক, তরুণ গবেষক মোস্তফা আল মেহমুদ, নওগাঁ বন্ধুসভার সভাপতি সিদ্দিকুর রহমানসহ বন্ধুসভার বন্ধুরা। সঞ্চালনা করেন নওগাঁ বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক সুস্মিতা সাহা।

সহসভাপতি, নওগাঁ বন্ধুসভা